বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান পদে পদে বাধাগ্রস্ত করতে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার যে দলনিরপেক্ষ নয়, সেই বয়ান চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে। জনগণকে ধোঁকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করার সম্ভাব্য দেশি-বিদেশি চক্রান্ত ভেস্তে গেছে।

আজ বুধবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনার পরিকল্পনা তাঁর ছিল না। দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের (দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস) বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত (আন্দোলন করার) নেওয়া হয়েছিল।

প্রশাসক হওয়ার প্রস্তাব অপমানজনক

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইশরাক হোসেন অভিযোগ করেন, একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। এ প্রসঙ্গে বিএনপি নেতা ইশরাক বলেন, ‘আসিফ বলেছেন, ইশরাক হোসেন অত্যন্ত দম্ভ ভরে ও অহংকারের সঙ্গে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’ ওই প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ তুলে ধরে তিনি বলেন, একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্য এই প্রস্তাব অপমানজনক।

ইশরাক বলেন, ‘আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে। ঝড়, বৃষ্টি, তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাঁকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে।’

হামলায় ‘উপদেষ্টার ঘনিষ্ঠরা’

গতকাল নগর ভবনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারধরের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করছেন ইশরাক হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদের বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। তাদের মূল হোতা গতকাল আন্দোলনকারীদের হত্যাচেষ্টা করা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।’

উল্লেখ্য, গোলাম কিবরিয়া ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগে কর্মরত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গোলাম কিবরিয়া ১৯৯৪ সালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ছাত্রজীবনে তিনি বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনের অন্তত ১০টি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক পদে আছেন কিবরিয়া।

ছাত্রদলের সাবেক এই নেতাকেও ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ইশরাক। এ বিষয়ে তাঁর কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ব্যানারে ছিল না ‘মাননীয় মেয়র’

শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করা বিএনপি নেতা ইশরাক হোসেন গত ১৬, ১৭ ও ১৮ মে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের একটি মিলনায়তনে করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতা-কর্মীদের নিয়ে কয়েকটি সভা করেছেন। ওই সব সভায় টাঙানো ব্যানারে ইশরাক হোসেনের নামের পাশে ‘মাননীয় মেয়র’ ও ‘নির্বাচিত মেয়র’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লেখা ছিল। তবে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ ইশরাক হোসেনের নামের পাশে ‘মাননীয় মেয়র’ শব্দটি ব্যবহার করা হয়নি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর বাদল সরদার ও মকবুল হোসেন এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে বাদল সরদার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের অনুগত হিসেবে নগর ভবনে পরিচিত ছিলেন। এ জন্য তাঁকে সেরা কাউন্সিলর হিসেবে পুরস্কৃত করা হয়েছিল বলেও নগর ভবনে আলোচনা ছিল। ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিএনপিপন্থী অনেক কর্মকর্তা-কর্মচারীকে নগর ভবনে প্রবেশে বাধা দেওয়া হলেও বাদল সরদার কীভাবে সংবাদ সম্মেলনে পাশে বসেছেন, এমন প্রশ্নও ইশরাকের কাছে করেছিলেন সাংবাদিকেরা। কিন্তু তিনি এর জবাব দেননি।

নগর ভবনে ইশরাক–সমর্থকদের অবস্থান

এদিকে আজও নগর ভবনের নিচতলায় ইশরাক–সমর্থকেরা অবস্থান নিয়েছিলেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। তাঁদের বেশির ভাগই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে এসেছেন বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটির তিনজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকালের মারধরের ঘটনাকে কেন্দ্র করে নগর ভবনে একধরনের আতঙ্ক বিরাজ করছে। আবারও অনাকাক্ষিত কোনো ঘটনা ঘটে কি না, তা নিয়ে বেশির ভাগ কর্মকর্তা ও কর্মচারী উদ্বেগের মধ্যে রয়েছেন।

নগর ভবনে ইশরাক–সমর্থকদের ধারাবাহিক মহড়া চলতে থাকবে কি না—সে প্রশ্ন সংবাদ সম্মেলনে ইশরাকের কাছে করেছিলেন সাংবাদিকেরা। কিন্তু তিনি জবাব না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইশর ক হ স ন কর মকর ত নগর ভবন প রস ত ব সরক র র উপদ ষ ট ক বর য় ত র পর র জন য কর ছ ন গতক ল ব এনপ

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ