ফুল ছেঁড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুর, সাত পুলিশ সদস্যসহ আহত ৩০
Published: 25th, June 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কবরস্থানের ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দোকানপাট, বাড়িঘর ভাঙচুরসহ একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ দিন আগে বাহাদুরপুর গ্রামের মহাজনবাড়ি ও সরকারবাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। পরে তা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে আবারও ফুটবল খেলা চলছিল। সে সময় সরকারবাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ খেলার মাঠের পাশের কবরস্থানের একটি গাছ থেকে একটি ফুল ছেঁড়ে। ফুল ছেঁড়া নিয়ে মহাজনবাড়ির ছেলেদের সঙ্গে আসিফুরের তর্কবির্তক হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তর্ক ও হাতাহাতির সংবাদ দুই পক্ষের গোষ্ঠীর লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে মহাজনবাড়ি ও সরকারবাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় মহাজনবাড়ির পক্ষে মোল্লাবাড়ি ও আছিরের বাড়ির লোকজন এবং সরকারবাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ির লোকজন ছুরি, দা, টেঁটা, বল্লম ও লাটিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। মহাজনবাড়ি ও মোল্লাবাড়ির নেতৃত্বে রয়েছেন তাজুল ইসলাম এবং সরকারবাড়ির বাড়ির নেতৃত্বে রয়েছেন মোয়াজ্জেম হোসেন। সংঘর্ষ চলার সময়ে উভয় পক্ষের দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করা হয়। সে সময় সরকারবাড়ির পক্ষের একটি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশের সাতজন সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলার সময়ে ইটপাটকেলের নিক্ষেপে পুলিশের একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। আহত ব্যক্তিরা আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কবরস থ ন র র ল কজন স ঘর ষ সরক র র একট সদস য র সময়
এছাড়াও পড়ুন:
বিকাশের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্বাক্ষরের অনুমোদন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিকদের ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া ও সালামীসহ বিভিন্ন ট্যাক্স ও বিল ডিজিটালি পরিশোধের সুবিধার্থে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে ডিএসসিসি পরিচালনা কমিটি।
সোমবার (১১ আগস্ট) নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
প্রস্তাবিত এই চুক্তির ফলে নগরবাসী ঘরে বসে সহজে ও স্বচ্ছভাবে বিল পরিশোধ করতে পারবে। পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়া আরো দক্ষ ও জবাবদিহিমূলক হবে।
আরো পড়ুন:
ঢাকা দক্ষিণে ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা
৩৬ জুলাইয়ের অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক
এছাড়া সভায় অঞ্চল ৬ থেকে ১০ পর্যন্ত নতুন ৫টি কবরস্থান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত।
কবরস্থানে দাফন-সম্পর্কিত খরচের দাপ্তরিক প্রাক্কলন বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুমোদন করা হয়। এছাড়া মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/বকুল