ডিবিএইচ ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান সৈয়দ মঈনউদ্দীন আহমেদ
Published: 25th, June 2025 GMT
আবাসন খাতে ঋণ সুবিধাদাতা প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হয়েছেন সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে গত বছরের মে মাস থেকে তিনি প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের মনোনীত পরিচালক হিসেবে তিনি ডিবিএইচের পর্ষদে দায়িত্ব পালন করছেন। এর বাইরে তিনি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে রয়েছেন। মঈনউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স ২০২৪ সালে কর-পরবর্তী মুনাফা করেছে প্রায় ১০১ কোটি টাকা। ডিবিএইচ ফাইন্যান্স একসময় ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন হিসেবে পরিচিত ছিল। দেশের প্রথম ও বৃহত্তম বিশেষায়িত হাউজিং ফাইন্যান্স প্রতিষ্ঠান এটি।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ ২৮ বছর ধরে দেশে ৬০ হাজারের বেশি পরিবারকে গৃহঋণ দিয়েছে। ডিবিএইচ বর্তমানে দেশের সব বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে গৃহঋণ, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন ঋণ ও আমানত সেবা দিচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি
বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ২৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা