আবাসন খাতে ঋণ সুবিধাদাতা প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হয়েছেন সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে গত বছরের মে মাস থেকে তিনি প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের মনোনীত পরিচালক হিসেবে তিনি ডিবিএইচের পর্ষদে দায়িত্ব পালন করছেন। এর বাইরে তিনি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে রয়েছেন। মঈনউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স ২০২৪ সালে কর-পরবর্তী মুনাফা করেছে প্রায় ১০১ কোটি টাকা। ডিবিএইচ ফাইন্যান্স একসময় ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন হিসেবে পরিচিত ছিল। দেশের প্রথম ও বৃহত্তম বিশেষায়িত হাউজিং ফাইন্যান্স প্রতিষ্ঠান এটি।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ ২৮ বছর ধরে দেশে ৬০ হাজারের বেশি পরিবারকে গৃহঋণ দিয়েছে। ডিবিএইচ বর্তমানে দেশের সব বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে গৃহঋণ, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন ঋণ ও আমানত সেবা দিচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তার একমাত্র কন‌্যা কোয়েল মল্লিকও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। ব‌্যক্তিগত জীবনে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক আয়োজনে বিয়ে করলেও ভালোবেসে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন এই যুগল। 

শোবিজ অঙ্গনের তারকারা প্রেম জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন। তবে কোয়েল মল্লিকের ব্যাপারে ঠিক তেমনটা বলা যায় না। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় নতুন প্রজন্মকে ‘ডেটিং টিপস’ দিয়েছেন কোয়েল। 

আরো পড়ুন:

হাসপাতালে জিতু কমল

জুবিনের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

কোয়েল মল্লিক বলেন, “সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়। এরকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালটি থাকে।” 

উদাহরণ টেনে কোয়েল মল্লিক বলেন, “তাই জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না, তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়েছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। আমি হয়তো একটু পুরোনোপন্থি। কিন্তু আমি এভাবেই ভালোবাসতে ভালোবাসি।” 

কোয়েল মল্লিকের এসব বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যল মিডিয়ায়। তারি ভাবনাকে সমর্থন জানিয়ে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “একদম সঠিক কথা।” অন্যজন লেখেন, “তুমি ওভাবে ভালোবাসতে ভালোবাসো, আর তাই আমরা তোমাকে সব সময় ভালোবাসি।” আরেক ভক্ত লেখেন, “অনেক কারণেই তুমি টলি-কুইন।” 

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ