ক্যান্সারের কাছে হার মানলেন  বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্তর দশকের জনপ্রিয় এই তারকা। গায়কের স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। খবর মার্কিন সাময়িকী ভ্যারাইটির। 

ব্রিজিট লেখেন, ‘আমার জীবনের রাজপুত্র, আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, যেমনটা তিনি সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোকিত মানুষ।’

তিন মাস আগেই জানা গিয়েছিল, ববি শারম্যান স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত। সেই সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে। শেষ সময়গুলোতে স্ত্রী তাকে ভক্তদের লেখা চিঠি পড়ে শোনাতেন। ব্রিজিট জানান, ‘সারা পৃথিবীর ভক্তদের ভালোবাসা ও কৃতজ্ঞতা তাকে ছুঁয়ে গিয়েছিল। সেই চেনা চোখের ঝিলিক আবারও দেখা গিয়েছিল তার মধ্যে। মৃত্যুর কাছাকাছি এসেও তিনি তার হাস্যরস হারাননি।’

শুধু গায়ক ও অভিনেতা হিসেবেই নয়, পরবর্তী জীবনে ববি শারম্যান হয়ে ওঠেন এক নিঃস্বার্থ সেবক। গ্ল্যামার জগত ছেড়ে তিনি হয়ে ওঠেন একজন ইএমটি (ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান) এবং এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) প্রশিক্ষক। বহু মানুষের জীবন রক্ষা করেছেন তিনি।
এই খবরে শোক প্রকাশ করেছেন তার বন্ধু ও সহ-অভিনেতা জন স্টামোস। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এক প্রাক্তন টিন আইডল থেকে অনন্তলোকের উদ্দেশ্যে- চিরশান্তিতে ঘুমাও ববি শারম্যান।’

১৯৬৮ সালে ‘হিয়ার কাম দ্য ব্রাইডস’ টিভি সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান ববি। এরপর গানের জগতে প্রবেশ করে একের পর এক হিট গান উপহার দেন। ‘লিটল ওমেন’, ‘লা লা লা ইফ আই হ্যাড ইউ’, ‘ইজি কাম ইজি গো’ এবং ‘জুলি, ডু ইউ লাভ মি’ গানগুলো বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নেয় নন্দিত এই গায়কের। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত

এছাড়াও পড়ুন:

‘সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তার একমাত্র কন‌্যা কোয়েল মল্লিকও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। ব‌্যক্তিগত জীবনে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক আয়োজনে বিয়ে করলেও ভালোবেসে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন এই যুগল। 

শোবিজ অঙ্গনের তারকারা প্রেম জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন। তবে কোয়েল মল্লিকের ব্যাপারে ঠিক তেমনটা বলা যায় না। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় নতুন প্রজন্মকে ‘ডেটিং টিপস’ দিয়েছেন কোয়েল। 

আরো পড়ুন:

হাসপাতালে জিতু কমল

জুবিনের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

কোয়েল মল্লিক বলেন, “সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়। এরকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালটি থাকে।” 

উদাহরণ টেনে কোয়েল মল্লিক বলেন, “তাই জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না, তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়েছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। আমি হয়তো একটু পুরোনোপন্থি। কিন্তু আমি এভাবেই ভালোবাসতে ভালোবাসি।” 

কোয়েল মল্লিকের এসব বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যল মিডিয়ায়। তারি ভাবনাকে সমর্থন জানিয়ে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “একদম সঠিক কথা।” অন্যজন লেখেন, “তুমি ওভাবে ভালোবাসতে ভালোবাসো, আর তাই আমরা তোমাকে সব সময় ভালোবাসি।” আরেক ভক্ত লেখেন, “অনেক কারণেই তুমি টলি-কুইন।” 

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ