অ্যান্ড্রয়েডের যে দুটি সংস্করণে ক্রোম ব্রাউজার ব্যবহার করলে বিপদ হতে পারে
Published: 25th, June 2025 GMT
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরোনো দুটি সংস্করণ থেকে ক্রোম ব্রাউজারের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী আগস্ট মাস থেকে অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) ও ৯.০ (পাই) সংস্করণে জন্য ক্রোম ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করা হবে না। ফলে অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) ও ৯.০ (পাই) সংস্করণে চলা স্মার্টফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে।
গুগলের সাপোর্ট ম্যানেজার এলেন টি জানিয়েছেন, আগামী ৫ আগস্ট বাজারে আসবে ক্রোম ব্রাউজারের ১৩৯তম সংস্করণ। এ সংস্করণ অ্যান্ড্রয়েড ৮ ও ৯ অপারেটিং সিস্টেম সমর্থন করবে না। এর ফলে শুধু অ্যান্ড্রয়েড ১০ থেকে পরবর্তী সংস্করণে চলা যন্ত্রে নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে। অর্থাৎ ‘ক্রোম ১৩৮’ হবে অ্যান্ড্রয়েড ৮ ও ৯ অপারেটিং সিস্টেমে ব্যবহারের উপযোগী সর্বশেষ সংস্করণ। শুধু তাই নয়, ৫ আগস্টের পর ৮ ও ৯ অপারেটিং সিস্টেমের জন্য প্লে স্টোরে ক্রোম ব্রাউজারের কোনো হালনাগাদও পাওয়া যাবে না। তবে যাঁরা অ্যান্ড্রয়েড ৮ বা ৯ ব্যবহার করেন, তাঁরা চাইলে বর্তমানের মতোই ক্রোম ১৩৮ সংস্করণ ব্যবহার করতে পারবেন। যদিও এতে ভবিষ্যতে আর কোনো নতুন সুবিধা বা নিরাপত্তা হালনাগাদ যুক্ত করা হবে না। ফলে যন্ত্র ঝুঁকিতে পড়তে পারে এবং ব্রাউজিংয়ের অভিজ্ঞতা ক্রমেই সীমিত হয়ে পড়ার আশঙ্কা থাকবে।
২০১৭ সালে অ্যান্ড্রয়েড ৮.
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর স স করণ
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি