রাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু: প্রথমদিনে ২১৬ গবেষণা প্রবন্ধ উপস
Published: 25th, June 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) শেষ হবে। ‘ইস্যুজ অ্যারাউন্ড পেডাগজি: টিচিং-লার্নিং স্ট্রাটেজিস ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফর দ্য ২১ সেঞ্চুরি’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসন অংশগ্রহণ করেছেন।
বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
আরো পড়ুন:
যবিপ্রবিতে ফিনটেক শিল্পের অগ্রগতি-বিষয়ক সম্মেলন
ডাকসু রোডম্যাপসহ ৭ দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
কলা অনুষদের ডিন অধ্যাপক ড.
বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।
মূল থিম উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার খ্যাতিমান দুই শিক্ষক ইমেরিটাস অধ্যাপক ড. রোজনানী হাশিম (ফ্যাকাল্টি অব এডুকেশন) এবং অধ্যাপক ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ (কুরআন ও সুন্নাহ বিভাগ)।
বুধবার নয়টি ভেন্যুতে ৩৬টি একাডেমিক সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রথম দিনের কী-নোট সেশনে জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্যাট্রিক ডগহার্টি, অধ্যাপক রোজনানী হাশিম ও অধ্যাপক জাসনি বিন সুলং (ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া) গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন।
প্লেনারি সেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক রোজনানী হাশিম। এতে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. গোপাল প্রসাদ পান্ডে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর মহাপরিচালক ড. এম. আবদুল আজিজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক গবেষক বক্তব্য রাখেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম বলেন, “এই সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে প্রবন্ধগুলো উপস্থাপিত হয়েছে, সেগুলো এর আগে কোথাও প্রকাশিত হয়নি, যা আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা। এতে করে আমরা গবেষণা সম্পর্কিত নতুন ধারণা লাভ করেছি। এই সম্মেলন আমাদের শেখার জগতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে গবেষণার সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “সম্মেলনের প্রথম দিনের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় অংশে ১২টি বিভাগে ৩৬টি সেশনে মোট নয়টি ভেন্যুতে ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।”
তিনি আরো বলেন, “আজ উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। ১৩টি দেশ থেকে অংশগ্রহণ করেছেন প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিনিধি। এছাড়া উপস্থাপন ও পঠন-পাঠনের নিয়ম-নীতি, সময়নিষ্ঠতা এবং আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ছিল অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রবন ধ উপস ইউন ভ র স ট উপস থ প ত উপ চ র য ইসল ম
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।