রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) শেষ হবে। ‘ইস্যুজ অ্যারাউন্ড পেডাগজি: টিচিং-লার্নিং স্ট্রাটেজিস ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফর দ্য ২১ সেঞ্চুরি’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসন অংশগ্রহণ করেছেন।

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। 

আরো পড়ুন:

যবিপ্রবিতে ফিনটেক শিল্পের অগ্রগতি-বিষয়ক সম্মেলন

ডাকসু রোডম্যাপসহ ৭ দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

কলা অনুষদের ডিন অধ্যাপক ড.

মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।

মূল থিম উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার খ্যাতিমান দুই শিক্ষক ইমেরিটাস অধ্যাপক ড. রোজনানী হাশিম (ফ্যাকাল্টি অব এডুকেশন) এবং অধ্যাপক ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ (কুরআন ও সুন্নাহ বিভাগ)।

বুধবার নয়টি ভেন্যুতে ৩৬টি একাডেমিক সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রথম দিনের কী-নোট সেশনে জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্যাট্রিক ডগহার্টি, অধ্যাপক রোজনানী হাশিম ও অধ্যাপক জাসনি বিন সুলং (ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া) গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন।

প্লেনারি সেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক রোজনানী হাশিম। এতে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. গোপাল প্রসাদ পান্ডে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর মহাপরিচালক ড. এম. আবদুল আজিজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক গবেষক বক্তব্য রাখেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম বলেন, “এই সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে প্রবন্ধগুলো উপস্থাপিত হয়েছে, সেগুলো এর আগে কোথাও প্রকাশিত হয়নি, যা আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা। এতে করে আমরা গবেষণা সম্পর্কিত নতুন ধারণা লাভ করেছি। এই সম্মেলন আমাদের শেখার জগতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে গবেষণার সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “সম্মেলনের প্রথম দিনের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় অংশে ১২টি বিভাগে ৩৬টি সেশনে মোট নয়টি ভেন্যুতে ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।”

তিনি আরো বলেন, “আজ উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। ১৩টি দেশ থেকে অংশগ্রহণ করেছেন প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিনিধি। এছাড়া উপস্থাপন ও পঠন-পাঠনের নিয়ম-নীতি, সময়নিষ্ঠতা এবং আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ছিল অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রবন ধ উপস ইউন ভ র স ট উপস থ প ত উপ চ র য ইসল ম

এছাড়াও পড়ুন:

চেতনানাশক খাইয়ে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসীম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। ১৫ দিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে শিশুটি একটি দোকানে আশ্রয় নেয়। এ সময় আসামিরা কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে শিশুটি জ্ঞান হারায়। পরে অভিযুক্তরা তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও দেখিয়ে শিশুটিকে আরো একাধিকবার গণধর্ষণ করে তারা। প্রথমে শিশুটি ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। পরে অভিযুক্তরা ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভুক্তভোগীর ভাইয়ের নজরে আসে। পরে শিশুটি পুরো ঘটনা পরিবারের সবাইকে খুলে বলে।

আরো পড়ুন:

মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম

বগুড়ায় পাটখেত থেকে নারীর কঙ্কাল উদ্ধার

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ