বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসাইন (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে ফটকি ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনোয়ার হোসাইন নওগাঁর মান্দা থানাধীন দুর্গাপুরের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি শাজাহানপুর থানার সাজাপুর আকন্দ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। বেতগাড়ীতে রেনাটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্টিবিউটর হিসেবে কর্মরত ছিলেন আনোয়ার।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে যেকোনো সময় আনোয়ার হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বৃহস্পতিবার ভোরে এক অজ্ঞাত ব্যক্তি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে বেতগাড়ী এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর দেন। শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ভোর ৫টা ৩০ মিনিটে ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও হাইওয়ে পুলিশ লাশ পরীক্ষা করে নিহতের বুকের নিচে এবং ডান হাতের কনুই ও কব্জির মাঝামাঝি স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন দেখতে পায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছে।
ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
ঢাকা/এনাম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।