টাঙ্গাইলে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ৬৭টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এতে মোট ছাত্র ১৭ হাজার ৭৯ জন এবং ছাত্রী ১৫ হাজার ৫৩৪ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ২৪ হাজার ৯১৭ জন, আলিম ১ হাজার ৫১৯, এইচএসসি (ভোকেশনাল) ১৩৮ এবং এইচএসসি (বিএম) ৬ হাজার ৩৯ জন। প্রথম দিনের ২৫ হাজার ৮৮৩ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন কেদ্রে ২৫ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী উপস্থিত থাকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, “নকল মুক্ত পরীক্ষা গ্রহণের জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার কাজ করছেন। ঝড় ও বৃষ্টিতে বিদ্যুতের কোন সমস্যা হলে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক শরীফা হক বলেন, “নকলমুক্ত শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার সকল ব্যববস্থা গ্রহণ করা হয়েছে।”

ঢাকা/কাওছার/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।

আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫

শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/  ওয়েবসাইট থেকেও জানা যাবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।

এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হামাগুড়ি দিয়ে চলতে হবে না মনার, স্নাতকে ভর্তি নিয়েও দুশ্চিন্তা কেটেছে
  • শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রাখল গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ
  • যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৭২ শিক্ষার্থী
  • এইচএসসিতে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩২ জন
  • রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৫৩ শিক্ষার্থী
  • কুমিল্লা বোর্ডে এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২৩ জন
  • এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী