বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন জাহিদুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিম আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ‘মানবো না বাঁধা মানবো না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩৩তম কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

জাবির আবাসিক হল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

জাবিতে অটোরিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

আলিফ মাহমুদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। তিনি নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।

১৫ সদস্যের কমিটিতে আছেন, সহ-সভাপতি কাইমুল হক, কাওছার আহমেদ, অর্ণা, সহ-সাধারণ সম্পাদক আকাশ আহাম্মেদ, আদিত্য, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ফয়সাল, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিরব পাটোয়ারি, সমাজকল্যাণ সম্পাদক মেধা চৌধুরী।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, আলিফ মাহমুদ, সাইফুল ইসলাম এবং আল আরাফ। কমিটির আরো দুটি সদস্যপদ শূন্য রয়েছে, যা পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামী ছাত্র সংগঠন। ‘ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতি’ এই মূলনীতিতে বিশ্বাসী ছাত্র ইউনিয়ন সব ধরনের বৈষম্য, সাম্প্রদায়িকতা, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার।”

তিনি আরো বলেন, “আমরা একটি নিরাপদ, মানবিক ও মুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ। সময় এসেছে একত্রে দাঁড়িয়ে শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক ক্যাম্পাস বাস্তবায়নের জন্য আন্দোলনে যুক্ত হওয়ার।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ