লেখা থেকে ছবি তৈরির নতুন এআই মডেল আনল গুগল, যে সুবিধা পাওয়া যাবে
Published: 27th, June 2025 GMT
বিষয় লিখে দিলেই সে অনুযায়ী ছবি বা ছবির আবহ তৈরি করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন মডেল উন্মুক্ত করেছে গুগল। ‘ইমেজেন ৪’ নামের মডেলটি গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম ‘এআই স্টুডিও’ থেকে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ইমেজেন ৪ মডেলে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে ছবির মধ্যে লেখা উপস্থাপনের ক্ষেত্রে মডেলটি আগের মডেলগুলোর তুলনায় নিখুঁত ফলাফল দিতে পারে। উন্নত প্রযুক্তি যুক্ত থাকায় ইমেজেন ৪ এখন আগের চেয়ে আরও বাস্তবধর্মী ও সূক্ষ্ম ছবি তৈরি করতে সক্ষম। লেখা থেকে ছবি তৈরির জন্য ইমেজেন ৪ ও ‘ইমেজেন ৪ আলট্রা’ নামের নতুন দুটি মডেল উন্মুক্ত করা হলেও ইমেজেন ৪ মডেলটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। শিগগিরই পেইড ব্যবহারকারীদের জন্য মডেলটি জেমিনিতে যুক্ত করা হবে।
গুগলের তথ্যমতে, ইমেজেন ৪ আলট্রা মডেলটি গুগলের ফ্ল্যাগশিপ সংস্করণ। লেখা থেকে ছবি তৈরির এই এআই মডেলটির মাধ্যমে প্রতিটি এআই ছবি তৈরির জন্য ছয় সেন্ট খরচ হবে। প্রতিযোগী অন্যান্য মডেলের তুলনায় ইমেজেন ৪ আলট্রা নির্ভুলতা ও গুণমানে এগিয়ে রয়েছে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত কর
এছাড়াও পড়ুন:
ফরিদগঞ্জ যুবলীগের সাবেক আহ্বায়ক শাহীন গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার
যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, গ্রেপ্তারের খবর পেয়ে আবু সুফিয়ান শাহীনকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শুক্রবার (৩ অক্টোবর) সকালে একটি মামলায় তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা/জয়/বকুল