কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধূরুং হাই স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়ামের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি ঝুঁকিপূর্ণ দোতলাবিশিষ্ট কমিউনিটি সেন্টার। এই ভবন নির্মাণ করা হয় ষাটের দশকে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
তিন দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এই ভবনের চারপাশে নেই কোনো দরজা ও জানালা। ধ্বংসস্তূপ ভাঙা জানালার ওপর জন্মেছে বিভিন্ন ধরনের গাছ। প্রতিনিয়ত দেয়ালের রড, সিমেন্ট ও ইটগুলো খসে পড়ছে। যেকোনো মুহূর্তে ভবনটি মাটিতে লুটিয়ে পড়ার আশঙ্কা আছে।
কখনো কখনো এখানে মদ-গাঁজা ও ইয়াবা সেবন করতে দেখা যায় বখাটেদের। অবৈধ ও অশ্লীল কাজ করার জন্য এটি একটি নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া এখানে স্থানীয় বাসিন্দারা মৃত পশু-পাখি ও ময়লা-আবর্জনা ফেলে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার কারণে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়। এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশ দিয়ে নিয়মিত চলাফেরা করতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে ভবনটি ভেঙে ফেলুন। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এই পথ দিয়ে। অন্যদিকে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্যও।
আবদুল্লাহ নাজিম আল মামুন
কুতুবদিয়া, কক্সবাজার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি