কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধূরুং হাই স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়ামের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি ঝুঁকিপূর্ণ দোতলাবিশিষ্ট কমিউনিটি সেন্টার। এই ভবন নির্মাণ করা হয় ষাটের দশকে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
তিন দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এই ভবনের চারপাশে নেই কোনো দরজা ও জানালা। ধ্বংসস্তূপ ভাঙা জানালার ওপর জন্মেছে বিভিন্ন ধরনের গাছ। প্রতিনিয়ত দেয়ালের রড, সিমেন্ট ও ইটগুলো খসে পড়ছে। যেকোনো মুহূর্তে ভবনটি মাটিতে লুটিয়ে পড়ার আশঙ্কা আছে।
কখনো কখনো এখানে মদ-গাঁজা ও ইয়াবা সেবন করতে দেখা যায় বখাটেদের। অবৈধ ও অশ্লীল কাজ করার জন্য এটি একটি নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া এখানে স্থানীয় বাসিন্দারা মৃত পশু-পাখি ও ময়লা-আবর্জনা ফেলে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার কারণে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়। এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশ দিয়ে নিয়মিত চলাফেরা করতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে ভবনটি ভেঙে ফেলুন। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এই পথ দিয়ে। অন্যদিকে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্যও।
আবদুল্লাহ নাজিম আল মামুন
কুতুবদিয়া, কক্সবাজার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ