চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় এখন দস্তগীর চৌধুরী চত্বর
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রাম নগরীর কদমতলী মোড়কে ‘দস্তগীর চৌধুরী চত্বর’ নামকরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম দস্তগীর চৌধুরীর নামে মোড়টিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিএনপি নেতাকর্মী ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা অনুযায়ী, নামকরণের ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়েছে কিনা নিশ্চিত করতে পারেননি নামকরণ উপ-কমিটির সদস্যরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিটি মেয়র ডা.
তিনি আরও বলেন, ‘দস্তগীর চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। তিনি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ক্রীড়া উন্নয়নে তার অবদান চট্টগ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।’
সিটি করপোরেশন সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা অনুযায়ী, কোন অবকাঠামোর নামকরণের প্রস্তাব পাওয়ার পর নামকরণ উপ-কমিটি সুপারিশ করবেন। এরপর মেয়রের অনুমোদন নিয়ে সাধারণ সভায় উপস্থাপন করতে হবে। সাধারণ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে নামকরণের প্রস্তাব পূর্বানুমোদনের স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।
সরকারের পূর্বানুমোদনের পাওয়ার পর নামকরণ চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়েছে কিনা তা জানতে চাইলে নামকরণ উপ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সম্প্রতি নামকরণের প্রস্তাব নিয়ে কমিটির কোন সভা অনুষ্ঠিত হয়নি।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মো. সালাউদ্দিনের পরিচালনায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, নুর উদ্দিন নুরু, মা ও শিশু হাসপাতালের সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, মরহুম দস্তগীর চৌধুরীর স্ত্রী কামরুন নাহার দস্তগীর ও সন্তান ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন মকরণ র র সদস য প রস ত
এছাড়াও পড়ুন:
শিশুর নাম রেখে ৩০ হাজার ডলার পর্যন্ত নেন তিনি
সদ্যোজাত সন্তানের নামকরণ নিয়ে মানুষের মধ্যে আনন্দ ও দোটানার শেষ নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বাসিন্দা টেলর এ হামপ্রি শিশুদের নামকরণকে পেশায় পরিণত করেছেন। মা–বাবাকে নবজাতকের জন্য নাম খুঁজে পেতে সহায়তা করাই তাঁর কাজ। বিনিময়ে তিনি নেন লাখ লাখ টাকা।
দ্য নিউইয়র্ক পোস্ট–এর তথ্যমতে, কোনো শিশুর নাম খুঁজে দিতে হামপ্রি সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত নেন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩৬ লাখ।
নামের প্রতি হামপ্রির ভালোবাসা পুরোনো। এক দশক আগে তিনি শিশুদের নামকরণে অনলাইনে সেবা দেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে নানা সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে শিশুদের নাম রাখা নিয়ে প্রচার শুরু করেন। টিকটক ও ইনস্টাগ্রামে বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক শিশুর নাম রাখতে সহায়তা করেছেন।
হামপ্রির গর্ভবতী নারীদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ আছে। তা ছাড়া ব্র্যান্ডিং ও বিপণন নিয়েও তাঁর অভিজ্ঞতা আছে। নামকরণের ব্যবসা করতে তাঁকে এসব বিষয় সহায়তা করেছে।
নবজাতকের মা–বাবার পছন্দ বুঝতে হামপ্রি তাঁদের অনেক ধরনের প্রশ্ন করেন। সাধারণ ই-মেইল নামের তালিকা দিয়ে পরামর্শ দিতে তিনি নেন ২০০ ডলার (প্রায় ২৪ হাজার টাকা)। আর পূর্ণাঙ্গ প্যাকেজের জন্য নেন ৩০ হাজার ডলার। এই প্যাকেজে অন্যান্য কিছুর মধ্যে যে শিশুর নাম রাখা হবে, তার পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখা হয়।
শুধু নাম প্রস্তাব নয়, শিশুর নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে ভিন্নমত দেখা দিলে হামপ্রিকে অনেক সময় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে হয়। ধনী পরিবারের পাশাপাশি পরিচিত তারকারাও নবজাতকের নামকরণে তাঁর দ্বারস্থ হন।
২০২১ সালে নিউইয়র্কার–এ হামপ্রির প্রোফাইল ছাপানো হয়। এর পর থেকেই তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
হামপ্রিকে নিয়ে অনলাইনে কিছুটা সমালোচনাও হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে, এমন আধেয়র (কনটেন্ট) মাধ্যমে প্রায় সময় মানুষ আমাকে খুঁজে পায়। তাই আমি এটা মেনে নিয়েছি। কারণ, আমি বিশ্বাস করি, আমার কাজটা সত্যিই গুরুত্বপূর্ণ।’