চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় এখন দস্তগীর চৌধুরী চত্বর
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রাম নগরীর কদমতলী মোড়কে ‘দস্তগীর চৌধুরী চত্বর’ নামকরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম দস্তগীর চৌধুরীর নামে মোড়টিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিএনপি নেতাকর্মী ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা অনুযায়ী, নামকরণের ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়েছে কিনা নিশ্চিত করতে পারেননি নামকরণ উপ-কমিটির সদস্যরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিটি মেয়র ডা.
তিনি আরও বলেন, ‘দস্তগীর চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। তিনি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ক্রীড়া উন্নয়নে তার অবদান চট্টগ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।’
সিটি করপোরেশন সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা অনুযায়ী, কোন অবকাঠামোর নামকরণের প্রস্তাব পাওয়ার পর নামকরণ উপ-কমিটি সুপারিশ করবেন। এরপর মেয়রের অনুমোদন নিয়ে সাধারণ সভায় উপস্থাপন করতে হবে। সাধারণ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে নামকরণের প্রস্তাব পূর্বানুমোদনের স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।
সরকারের পূর্বানুমোদনের পাওয়ার পর নামকরণ চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়েছে কিনা তা জানতে চাইলে নামকরণ উপ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সম্প্রতি নামকরণের প্রস্তাব নিয়ে কমিটির কোন সভা অনুষ্ঠিত হয়নি।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মো. সালাউদ্দিনের পরিচালনায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, নুর উদ্দিন নুরু, মা ও শিশু হাসপাতালের সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, মরহুম দস্তগীর চৌধুরীর স্ত্রী কামরুন নাহার দস্তগীর ও সন্তান ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন মকরণ র র সদস য প রস ত
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া
সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা. আইয়ূব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।