নতুন চুক্তিতে রোনালদো কত টাকা পাচ্ছেন
Published: 28th, June 2025 GMT
পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনাকল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি সই করেছেন। আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এ দফায়ও পাবেন বড় অঙ্কের বেতন–ভাতা।
সাধারণত খেলোয়াড় ও ক্লাবের চুক্তিতে বেতন কত ধরা হয়েছে, কোনো পক্ষই প্রকাশ করে না। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তা অনেক ক্ষেত্রেই সামনে চলে আসে। এবার যেমন রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান।
এএসের খবর বলছে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে ৪৬.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জয়া আহসান কবে বিয়ে করবেন?
বিয়েকে ‘ওল্ড স্কুল’ মনে করেন জয়া আহসান! বিজ্ঞাপন, টিভি নাটক কিংবা সিনেমা সব জায়গায় জয়া আহসানের সমান উপস্থিতি। সৌন্দর্য আর ফিটনেস মেইনটেইন করে চলার কারণেও তিনি থাকেন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
গত কোরবানি ঈদে জয়া আহসান অভিনীত দুই সিনেমা মুক্তি পেয়েছে। দুইটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। কখনও ঢালিউড, কখনও টলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা। বর্তমানে তিনি সিঙ্গেল। তাই নেটিজেনদের প্রশ্ন, কবে বিয়ে করবেন জয়া আহসান?
জয়া আহসান এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে বলেন, ‘‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আর যাওয়ার ইচ্ছা নাই। আপনারা যারা যেতে চান, তারা যেতে পারেন নিজ দায়িত্বে। আমার এতো আগ্রহ নাই।’’
আরো পড়ুন:
বাউল খোয়াজ মিয়া মারা গেছেন
শাবনূরের সঙ্গে কোন নায়ককে বেশি মানায়? জানালেন রিয়াজ
এর আগে জয়া আহসান সিচুয়েশনশিপে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ...আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।’’
এই অভিনেত্রী জানিয়েছেন তিনি পরিকল্পনা করে কিছুই করেন না। যদি কখনও মনে করেন যে সিঙ্গেল থেকে ডাবল হবেন, তাহলে হবে। তবে আপাতত তার কোনো পরিকল্পনা নাই। আপাতত তিনি সিঙ্গেল আছেন এবং শান্তিতে আছেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন জয়া। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর থেকেই সিঙ্গেল তিনি।
ঢাকা/লিপি