পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনাকল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি সই করেছেন। আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এ দফায়ও পাবেন বড় অঙ্কের বেতন–ভাতা।

সাধারণত খেলোয়াড় ও ক্লাবের চুক্তিতে বেতন কত ধরা হয়েছে, কোনো পক্ষই প্রকাশ করে না। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তা অনেক ক্ষেত্রেই সামনে চলে আসে। এবার যেমন রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান।

এএসের খবর বলছে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে ৪৬.

৮০ কোটি মার্কিন ডলার পাবেন। দুই বছরে পাবেন ৯৩.৬০ কোটি। যা প্রতি মাসে ৩.৯ কোটি, প্রতি সপ্তাহে ৮৯ লাখ এবং প্রতি দিনে ১২.৮৮ লাখ মার্কিন ডলার হয়। যদি আরও ভেঙে দেখা হয়, তাহলে আল নাসর থেকে রোনালদোর প্রতি ঘণ্টার আয় ৫৩,৬৬৬, প্রতি মিনিটে ৮৯৪ এবং প্রতি সেকেন্ডে ১৫ মার্কিন ডলার পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে আল নাসর চেয়ারম্যান আবদুল্লাহ আলমাজেদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ