বেসরকারি খাতের স্থানীয় মিডল্যান্ড ব্যাংক পিএলসি ‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’ সেবা চালু করবে। এ ব্যাপারে তারা ডিজিটাল পেমেন্ট খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ভিসার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে।

যমুনা ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তিটির ফলে ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্টের মাধ্যমে দেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও অন্যান্য অনুমোদিত খাতে অর্থ প্রেরণ সেবা আরও সহজ ও দ্রুত হবে। প্রচলিত পদ্ধতির তুলনায় এই সেবায় প্রক্রিয়াকরণে সময় বেশ কম লাগবে। ভিসার বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকসেবা সম্প্রসারণের এমন উদ্যোগ নিয়েছে। এ ব্যাংক আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট সেবা চালু করা তথা ভিসার সঙ্গে এই অংশীদারত্ব ব্যাংকের পেমেন্ট সলিউশনকে যেমন আরও সমৃদ্ধ করবে, তেমনি বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.

আহসান-উজ-জামান, হেড অব কার্ডস আবেদ-উর-রহমান, আন্তর্জাতিক বিভাগের এসএভিপি কাজী কামাল হোসেন ও জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; ভিসা বাংলাদেশের পরিচালক আশীষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংকের এমডি মো. আহসান-উজ-জামান বলেন, ‘ডিজিটাল পেমেন্ট খাতে বিশ্বসেরা প্রতিষ্ঠান ভিসার অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। সেবাটি চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও দক্ষ ও উদ্ভাবনী পেমেন্ট সলিউশন প্রদান করতে পারব, যা আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বাড়ানোর ব্যাপারে আমাদের যে লক্ষ্য রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘ভিসার পক্ষ থেকে নিরাপদে বৈশ্বিক পর্যায়ে অর্থ স্থানান্তর নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ