নাজমুল হোসেনের টেস্ট অধিনায়কত্ব–অধ্যায় শেষ। কলম্বো টেস্টে বাংলাদেশের হারের পর এই সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটা তিনি নিজেই দিয়েছেন। নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না, সেটা শোনা যাচ্ছিল তাঁকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই।

আজ এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল। গত বছর ফেব্রুয়ারিতে তিনটি সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল আজকের ঘোষণার মধ্য দিয়ে কোনো সংস্করণেই আর অধিনায়ক রইলেন না। নাজমুলের অধিনায়কত্বে কেমন করল বাংলাদেশ, সে প্রশ্ন এখনই উঠতেই পারে।

গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার আগেও এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল। ২০২৩ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নাজমুলের অধীনেই খেলেছিল বাংলাদেশ।

৪টেস্ট ও ওয়ানডেতে নাজমুলের জয়ের সংখ্যা

সব মিলিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৪ ম্যাচে। যেখানে বাংলাদেশ জিতেছে ৪টি, হেরেছে ৯ ম্যাচ। আর শ্রীলঙ্কা সিরিজে গলে প্রথম টেস্টে পাওয়া ড্র–ই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র।

এ সময়ে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও টেস্ট জিতেছে। অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে। গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২–০ তে সিরিজ জেতে বাংলাদেশ। বাকি জয়টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরেই।

আরও পড়ুনইনিংস হারে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে দুষলেন নাজমুল১ ঘণ্টা আগে

টেস্টে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বাংলাদেশের মোট ১৪ অধিনায়কের মধ্যে ৭ জন অধিনায়ক ন্যূনতম ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন—মুশফিকুর রহিম (৩৪), সাকিব আল হাসান (১৯), হাবিবুল বাশার (১৮), মুমিনুল হক (১৭), নাজমুল হোসেন (১৪), মোহাম্মদ আশরাফুল (১৩) ও খালেদ মাসুদ (১২)। তাঁদের মধ্যে নাজমুলের জয়ের হার সবচেয়ে বেশি (২৮.

৫৭ শতাংশ)।

নাজমুলের অধীনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স করণ

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ