নাজমুলের অধিনায়কত্বে কেমন ছিল বাংলাদেশ
Published: 28th, June 2025 GMT
নাজমুল হোসেনের টেস্ট অধিনায়কত্ব–অধ্যায় শেষ। কলম্বো টেস্টে বাংলাদেশের হারের পর এই সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটা তিনি নিজেই দিয়েছেন। নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না, সেটা শোনা যাচ্ছিল তাঁকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই।
আজ এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল। গত বছর ফেব্রুয়ারিতে তিনটি সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল আজকের ঘোষণার মধ্য দিয়ে কোনো সংস্করণেই আর অধিনায়ক রইলেন না। নাজমুলের অধিনায়কত্বে কেমন করল বাংলাদেশ, সে প্রশ্ন এখনই উঠতেই পারে।
গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার আগেও এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল। ২০২৩ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নাজমুলের অধীনেই খেলেছিল বাংলাদেশ।
৪টেস্ট ও ওয়ানডেতে নাজমুলের জয়ের সংখ্যাসব মিলিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৪ ম্যাচে। যেখানে বাংলাদেশ জিতেছে ৪টি, হেরেছে ৯ ম্যাচ। আর শ্রীলঙ্কা সিরিজে গলে প্রথম টেস্টে পাওয়া ড্র–ই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র।
এ সময়ে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও টেস্ট জিতেছে। অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে। গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২–০ তে সিরিজ জেতে বাংলাদেশ। বাকি জয়টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরেই।
আরও পড়ুনইনিংস হারে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে দুষলেন নাজমুল১ ঘণ্টা আগেটেস্টে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বাংলাদেশের মোট ১৪ অধিনায়কের মধ্যে ৭ জন অধিনায়ক ন্যূনতম ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন—মুশফিকুর রহিম (৩৪), সাকিব আল হাসান (১৯), হাবিবুল বাশার (১৮), মুমিনুল হক (১৭), নাজমুল হোসেন (১৪), মোহাম্মদ আশরাফুল (১৩) ও খালেদ মাসুদ (১২)। তাঁদের মধ্যে নাজমুলের জয়ের হার সবচেয়ে বেশি (২৮.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স স করণ
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান