রাজশাহী নগরের একটি হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ করেছেন একদল লোক। ওই নেতা হলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম (স্বপন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে বিএনপির নেতা–কর্মী পরিচয়ে একদল লোক সাহেববাজার বড় মসজিদের পাশে হোটেলটির সামনে অবস্থান নেন। তাঁরা দাবি করেন, হোটেলের ভেতরে মাইনুল ইসলাম অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ তা অস্বীকার করলেও পরে সেখানে ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে মাইনুলের মেয়ে ঘটনাস্থলে যান। রাত সাড়ে ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে হোটেল থেকে বের করে আনেন এবং পুলিশ তাঁকে নিয়ে যায়।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী বলেন, ‘শুনেছি রাতে একটি হোটেলে আওয়ামী লীগের লোকজন গোপনে মিটিং করছিলেন। পরে জনতা ঘিরে রাখে। সেখানে বিএনপির নেতা-কর্মীরা থাকতে পারেন। তবে সেখানে কোনো মব হয়নি। পুলিশ তাঁকে আটক করে নিয়ে গেছে। নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ধরনের মব তৈরি করা যাবে না। আর রাজশাহীতে কোনো মবও হয়নি।’

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, হোটেলের সামনে লোকজন জমায়েত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে তাঁকে আটক করে থানায় আনা হয়। কেউ তাঁকে মারধর করেনি। আজ শনিবার তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র আওয় ম

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ