ব্যবসাকে রাজনীতিকীকরণ করা চলবে না, এটা বিএনপির সিদ্ধান্ত: আমীর খসরু
Published: 28th, June 2025 GMT
‘ব্যবসাকে রাজনীতিকীকরণ করা চলবে না। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, এটা বিএনপির সিদ্ধান্ত। যেসব ব্যবসায়িক সংগঠন আছে, রাজনীতিকীকরণ করা চলবে না। তবে ফ্যাসিস্টদের দোসরমুক্ত করতে হবে। ফ্যাসিস্টদের রেখে আগামী দিনে কোনো সংগঠন চালানো যাবে না। এরপরে কে নেতা হবে, সেটা ব্যবসায়ীদের সিদ্ধান্ত, এখানে কোনো দলীয়করণের সুযোগ নেই।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সিলেট বিভাগের চার জেলার ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘আমরা ফ্যাসিস্টদের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই। ফ্যাসিস্টরা যা করেছে, ব্যবসায়ী সংগঠন দখল, এখানে বিএনপি নাই। কিন্তু দোসরমুক্ত করে ফেলবেন আপনারা। এই দোসররা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে। সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসাকে কেড়ে নিয়েছে, ব্যবসাকে মনোপলাইজ করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য। ব্যবসায়িক নীতিমালা পরিবর্তন করেছে, সরকারের নীতিমালা পরিবর্তন করেছে, আইনের শাসনের তোয়াক্কা করে নাই। সেই জায়গায় আর যাওয়া যাবে না।’
ব্যবসাকে গণতন্ত্রায়ণ করতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন আমীর খসরু। সবার কাছে একটা ব্যবসাবান্ধব দেশ গড়ার জন্য এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য যে পরিবেশ দরকার, সেটা নিশ্চিত করতে বিএনপির নানামুখী পরিকল্পনা তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ব্যবসার সঙ্গে একটা রাজনৈতিক সরকারের ঘনিষ্ঠ সংযোগ থাকে। মন্ত্রণালয় হচ্ছে দেশকে সেবা করার জন্য। মন্ত্রণালয় দেশের মানুষকে নির্দেশ দেওয়ার জন্য নয়। দেশের পরিবেশ, ব্যবসায়ীদের অবস্থান জেনে–শুনে–বুঝে নীতিমালা করার সিদ্ধান্ত নেওয়া। এতে করে সবার জন্য ব্যবসার একটা সুস্থ পরিবেশ থাকবে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে নীতমালায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ব্যবসাবান্ধব দেশ যদি গড়তে হয়, তাহলে সরকারের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাংলাদেশকে ‘ওভাররেগুলেটেড’ দেশ হিসেবে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘এত রেগুলেশন, কেউ কাজ করতে পারছে না এখানে। প্রতিটি জায়গায় বাধা, ব্যুরোক্রেটিক বাধা, নইলে ব্যাংকের টাকা নাই, নইলে আপনার সরকারের নীতিমালায় বাধা, অথবা ব্যবসার পরিবেশের বাধা। সুতরাং আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন নয়। এ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যবসায়ীরা যদি কাজ করতে না পারে, অর্থনীতি যদি ফাংশন না করে, ইন্ডাস্ট্রি যদি কাজ করতে না পারে, তাহলে তো কেউ পারবে না। তাহলে শ্রমিকেরও কোনো অবস্থান থাকবে না, রপ্তানিরও কোনো অবস্থান থাকবে না, মার্কেটে যে চাহিদা, সে চাহিদা মেটার জন্য কেউ থাকবে না।’
অর্থনীতিকে নিয়ে বাংলাদেশের মানুষের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন আমীর খসরু। বিএনপি ক্ষমতা ছাড়ার আগে ২০০৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৬ ছিল জানিয়ে বিএনপির এই নেতা দাবি করেন, এই প্রবৃদ্ধি কিন্তু এখনো বাংলাদেশে অর্জন হয়নি। যে ধারা বিএনপি স্থাপন করেছিল, তা অব্যাহত থাকলে বাংলাদেশে আজ ১০ শতাংশ প্রবৃদ্ধি থাকত। কিন্তু সেটা গত ১৭ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে।
সেটাকে পুনরুদ্ধারের তাগিদ দিয়ে আমীর খসরু বলেন, অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। তারেক রহমান সাহেবের স্বপ্ন, বাংলাদেশকে আবার বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে হবে। প্রথমে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে বাকি কিছু হবে না। আপনার নিরাপত্তাও শক্তিশালী হবে না, আপনার সমাজ শক্তিশালী হবে না, আপনার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হবে না। সুতরাং অর্থনীতি হচ্ছে সবকিছুর মূলে।
বিএনপি ক্ষমতায় এলে শুরুর দিকে কী কী উদ্যোগ নেওয়া হবে সেসবের ফিরিস্তিও তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আমরা প্রথম ১৮০ দিনের প্রোগ্রাম দেব, ১০০ দিনের প্রোগ্রাম দেব। আপনারা জানেন, আমরা ১৮ মাসে ১ কোটি লোকের চাকরির ওয়াদা করেছি। এটা কিন্তু অনেক বড় টার্গেট। কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে নাই, এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় চাকরি হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জিডিপির ৫ শতাংশ করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি।’
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজেএমই) সাবেক সভাপতি এস এম ফজলুল হক। এ ছাড়া সভায় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। পরে তাঁদের বক্তব্যের আলোকে আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাপনী বক্তব্য দেন।
সভায় সিলেট বিভাগের চার জেলার ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য় দ র ব এনপ র স র জন ত ক অবস থ ন সরক র র ব যবস ক র জন য র পর ব পর ব শ স গঠন আপন র
এছাড়াও পড়ুন:
অ্যাপলের বিরুদ্ধে মামলা করবেন ইলন মাস্ক, কেন
অ্যাপলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন এক্সএআই, স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। তাঁর অভিযোগ, বিভিন্ন এআই অ্যাপকে সহায়তা দিতে অ্যাপল ইচ্ছাকৃতভাবে নিজেদের অ্যাপ স্টোরের র্যাংঙ্কিংয়ে কারসাজি করছে। এ কারণে আইওএসের প্রস্তাবিত অ্যাপ তালিকায় এক্স বা এক্সএআইয়ের তৈরি গ্রোক চ্যাটবটকে রাখা হয়নি। এ বিষয়ে এক্সএআই ‘তাৎক্ষণিক আইনি ব্যবস্থা’ নেবে।
একাধিক পোস্টে ইলন মাস্ক জানান, অ্যাপল এমন আচরণ করছে, যাতে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই প্রতিষ্ঠান অ্যাপস্টোরের শীর্ষে উঠতে না পারে। এটি নিঃসন্দেহে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের শামিল। তাই এখন মামলা করা ছাড়া সামনে আর কোনো বিকল্প নেই। তবে মাস্ক এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি। মামলাটি ইতিমধ্যে দায়ের করা হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি ফ্রি আইফোন অ্যাপের তালিকায় প্রথম স্থানে, আর গ্রোক রয়েছে ষষ্ঠ স্থানে। চলতি বছরের জানুয়ারিতে চীনের ডিপসিক এআই সাময়িকভাবে চ্যাটজিপিটিকে সরিয়ে প্রথম স্থানে উঠেছিল। ফলে মাস্কের দাবি ‘অন্য কোনো এআই অ্যাপের পক্ষে শীর্ষে ওঠা অসম্ভব’ বাস্তবে ভুল প্রমাণিত হয়েছে।
আরও পড়ুনঅফিসেই ঘুমাচ্ছেন ইলন মাস্ক, কেন২২ জুলাই ২০২৫প্রযুক্তি–বিশ্লেষকেরা জানিয়েছেন, মাস্কের এই অভিযোগে বিদ্রূপাত্মক দিকও রয়েছে। কারণ, ২০২২ সালে টুইটার (বর্তমানে এক্স) অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির অ্যালগরিদম পরিবর্তন করে নিজের পোস্টকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ আগে থেকেই রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের এক গবেষণাতেও দেখা গেছে, এক্সের অ্যালগরিদম ইচ্ছাকৃতভাবে মাস্কের পোস্ট বেশি প্রচার করে। এ প্রসঙ্গে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৩ সালের প্ল্যাটফর্মারের একটি প্রতিবেদন শেয়ার করেন। যেখানে বলা হয়, মাস্ক তাঁর পোস্টগুলো সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন।
আরও পড়ুনইলন মাস্ক, বিল গেটস দিনে ৮ ঘণ্টা কাজে বিশ্বাসী নন০১ মে ২০২৫অবশ্য মাস্কের সঙ্গে অ্যাপল ও ওপেনএআইয়ের এটিই প্রথম দ্বন্দ্ব নয়। মাস্ক ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। পরে প্রতিষ্ঠানটি মুনাফাভিত্তিক ব্যবসায় রূপ নেওয়ার পর তিনি এর বিরুদ্ধে মামলা করেন এবং অধিগ্রহণের প্রস্তাব দেন, যা সর্বসম্মতভাবে প্রত্যাখ্যাত হয়। এমনকি গত বছর অ্যাপল ও ওপেনএআই যৌথভাবে আইফোন, আইপ্যাড ও ম্যাকে চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দিলে মাস্ক হুমকি দেন। তখন তিনি জানান, অ্যাপলের অপারেটিং সিস্টেমে ওপেনএআই প্রযুক্তি সংযুক্ত হলে তার প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে অ্যাপল পণ্য নিষিদ্ধ করা হবে।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুনইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ ২১ তথ্য, যা হয়তো আপনার অজানা২২ নভেম্বর ২০২২