ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
Published: 28th, June 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাসের চাপায় হাফিজুর রহমান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে থানার একটি টিম কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে স্বত্তিপুর এলাকায় দায়িত্ব পালন করছিল। সকাল সাড়ে দশটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতায়ন নামে ছাত্রীদের বহন করা একটি বাস দ্রুতগতিতে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। স্বস্তিপুর এলাকায় যাওয়ার মুহূর্তে সামনে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে দায়িত্বে থাকা কনস্টেবল হাফিজুর রহমানকে চাপা দেয় বাসটি। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থলে পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত হ ইওয়
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি