পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৯ বেসামরিক ব্যক্তিসহ ২৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আত্মঘাতী এক বোমারু বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সেনাদের গাড়িবহরে ওই বিস্ফোরণ ঘটান। এতে ১৩ সেনা নিহত ও ১০ সেনা আহত হন; বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন ১৯ জন।

জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই বিস্ফোরণে দুটি ঘরের ছাদ ধসে পড়েছে। এতে ছয় শিশু আহত হয়। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের সশস্ত্র পক্ষ হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী বোমারু শাখা।

২০২১ সাল থেকে আফগানিস্তান সীমান্তসংলগ্ন এই এলাকায় নতুন করে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ এসব ঘটনার পেছনে আফগানিস্তানের শাসনে থাকা তালেবানের প্রতি অভিযোগ তুলে আসছে। তবে তালেবান বরাবরই এসব অভিযোগ নাকচ করেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে কারাগারে প্রেরণ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

রিমান্ড শেষে বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।

পরে শুনানি শেষে আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুনরায় রাজধানির কেরাণীগঞ্জে কেন্দ্রিয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ১৬ (০৮)২৪ নম্বর  মামলায় চারদিনের রিমান্ড শেষে আসামী সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে আজ (বুধবার) দুপুর আড়াইটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়। 

তিনি আরও বলেন, এর আগে ভার্চুয়ালি রিমান্ড শুনানিতে আনিসুল হককে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাকে নারায়ণগঞ্জে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।
 

সম্পর্কিত নিবন্ধ