স্মৃতি মান্ধানার সেঞ্চুরি আজকাল আর বড় কোনো খবর নয়। ভারতীয় ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে কম সেঞ্চুরি তো আর করেননি। ভারতের জার্সিতে তাঁর সেঞ্চুরি এখন ১৪টি। তবে ১৪তম সেঞ্চুরিটি নিয়ে আলোচনা কম হচ্ছে না। এটি যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মান্ধানার প্রথম সেঞ্চুরি। রোববার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটি বড় এক কীর্তিতেই নাম উঠিয়েছে তাঁর।

প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি পেলেন ২৮ বছর বয়সী ওপেনার। সব দেশ মিলিয়ে মান্ধানার আগে এই কীর্তি ছিল মোটে চার নারী ক্রিকেটারের। তাঁদের দুজন ইংল্যান্ডের—হিদার নাইট ও ট্যামি বোমন্ট। দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও অস্ট্রেলিয়ার বেথ মুনিও আছেন সংক্ষিপ্ত এই তালিকায়।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই সেঞ্চুরির এই ক্লাবের প্রতিষ্ঠাতা হিদার নাইট। ইংলিশ তারকা ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলে প্রথম নারী হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েন।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়ার প্রথম খেলোয়াড় ইংল্যান্ড হিদার নাইট (ডানে).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ন স স করণ ই স ঞ চ র প রথম

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ