সদস্য কারখানার জন্য সব ধরনের সেবামূল্য কমিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৩ জুন রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সদস্য কারখানাগুলোর জন্য আমাদানি-রপ্তানিসংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে বিজিএমইএ। কাঁচামাল আমদানির অনুমতি ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) মতো কিছু সেবা সরকারের পক্ষে বিজিএমইএ দিয়ে থাকে। সংগঠনের বোর্ডের সিদ্ধান্ত অনুযাযী, সাধারণ ইউডি সনদের জন্য ফি কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে। আগে এটি ছিল ৬৩০ টাকা। জরুরি ইউডি সেবা ফি ৯৩০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। সাধারণ রপ্তানি অনুমতি সনদ ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা ও জরুরি ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ৩৭৫ টাকা করা হয়েছে।
প্রণোদনা-সংক্রান্ত সেবার মধ্যে বিকল্প নগদ সহায়তার প্রাপ্তি-সংক্রান্ত সনদের ক্ষেত্রে সেবামূল্য ১ হাজার টাকার পরিবর্তে ৭৫০ টাকা করা হয়েছে। বিশেষ নগদ সহায়তার প্রাপ্তির ক্ষেত্রে ২৫ হাজার ডলার পর্যন্ত রপ্তানির বপরীতে ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। রপ্তানির পরিমাণ ৬ লাখ ডলারের বেশির হলে ১০ হাজার টাকা থেকে কমিয়ে সাড়ে ৭ হাজার টাকা করা হয়েছে। নতুন বাজার সম্প্রসারণে নগদ সহায়তা প্রাপ্তির সনদের জন্য রপ্তানি মূল্য ২৫ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত সেবামূল্য কমিয়ে দেড় হাজার টাকা করা হয়েছে, যা আগে ২ হাজার টাকা ছিল। ৫ লাখ ডলারের বেশি রপ্তানি মূল্যের ক্ষেত্রে এ সেবা মূল্য ১৫ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ২০ হাজার টাকা। অন্যান্য সেবার ক্ষেত্রেও বিভিন্ন হারে ফি কমানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব জ এমইএ ব জ এমইএ র জন য স গঠন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।