ঘরে বা দপ্তরে ব্যবহৃত কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়ারের উৎপাত অনেকাংশে বেড়েছে। ভাইরাস নিয়ে সবাই কমবেশি ভুক্তভোগী। ক্রমে যেন তা আরও বিপজ্জনক রূপ ধারণ করছে। সাইবার গবেষকরা নতুন করে সক্রিয় কয়েকটি ম্যালওয়ারের সরব উপস্থিতি শনাক্ত করেছেন। যার উপস্থিতি শুধু পিসিতে নয়, লক্ষ্য 
এখন স্মার্টফোন। দুশ্চিন্তার কারণ, একবার আক্রমণে সফল হলে কিছু না কিছু ক্ষতি প্রায় নিশ্চিত। তাই স্মার্টফোন ব্যবহারে যথাযথ সাবধানতার কোনো বিকল্প দেখছেন না গবেষকরা। ব্যক্তিগত তথ্য চুরির সঙ্গে ফোনে মন্থর গতি, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার পেছনে কাজ করে বহুল আলোচিত তিনটি সুপার ম্যালওয়ার। উল্লিখিত ম্যালওয়্যার থেকে সতর্ক হতে হবে নতুন পদ্ধতিতে। যেমন– ইমোটেট, লোকিবট ও ডার্কগেট।
নামে কিউট হলেও এরা যে কী পরিমাণ বিরক্তির কারণ হয়, তা শুধু যারা ভুক্তভোগী, তারাই উপলব্ধি করেছেন। ইন্টারনেটের বর্ণিল দুনিয়ায় যেন আতঙ্ক ছড়াতে কাজ করছে উল্লিখিত তিনটি সুপার ম্যালওয়ার। অসতর্কতার সুযোগে মুহূর্তেই সর্বনাশ হচ্ছে এসব ম্যালওয়ারের আক্রমণে। প্রতিনিয়ত ঘটছে ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি বা সামাজিক সম্মানহানির মতো অপ্রত্যাশিত সব ঘটনা। বহুজাতিক সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস পরিষেবা দেওয়া ক্যাসপারস্কি প্রকাশিত রিপোর্টে বিশেষ তিনটি সুপার ম্যালওয়্যারের কথা বলা হয়েছে, যা স্বয়ংক্রিয় তথ্য (ডেটা) চুরির জন্য বিশেষভাবে পরিচিত। সুপার ম্যালওয়ারের হাত থেকে বাঁচতে হলে তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সাধারণত ম্যালওয়্যার আক্রমণের কারণে স্মার্টফোনে ধীরগতি নজরে আসে। কারণ ছাড়াই ডিভাইসের চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত গরম হতে পারে ডিভাইসটি। সর্বদা এসব লক্ষণ বিবেচনায় নিয়ে  ব্যবহৃত ডিভাইস প্রতিদিন স্ক্যান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম য লওয় র র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগি ও অঙ্গসংগঠন তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২),

সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০) এবং সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

 

সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিকের সাবেক কাউন্সিলর কারাবন্দি মতিউর রহমান মতির ভাগিনা। গত বছরের ৫ আগস্ট পর্যন্ত মামার দাপটে আদমজী ইপিজেডে একাধিক ব্যবসা বাগিয়ে নেয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজারভুক্ত আসামি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ