দুই দলের শক্তি-সামর্থ্যে পার্থক্য অনেক। সাম্প্রতিক পারফরম্যান্সেও ইউরোপিয়ান পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপরীতে ফ্ল্যামেঙ্গো খুব বড় কোনো নাম নয়। তবু ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে ফ্ল্যামেঙ্গোকে সমীহ করেছেন অনেকে। গ্রুপপর্বে চেলসিকে হারিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিলের ক্লাবটি। বায়ার্নকেও তাই সতর্ক থাকতে হয়েছিল ফ্ল্যামেঙ্গোকে নিয়ে।

তবে শেষ পর্যন্ত ভালো খেলেও আর কোনো অঘটনের জন্ম দিতে পারেনি ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। শেষ আটে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। যারা একই দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর একটি করে গোল এরিক পুলগার এবং লিওন গোরেৎজকার। ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল শোধ করেছেন গেরসন ও জর্জিনিও।

বায়ার্ন দুই গোলের ব্যবধানে জিতলেও ম্যাচের প্রকৃত চিত্র কিন্তু ভিন্ন ছিল। ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে বায়ার্নের চেয়ে এগিয়েই ছিল ফ্ল্যামেঙ্গো। ৫১ শতাংশ বলের দখল রেখে ফ্ল্যামেঙ্গো ১২ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে।

আরও পড়ুনমেসিদের অসহায় দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি৯ ঘণ্টা আগে

বিপরীতে ৪৯ শতাংশ বলের দখল রাখা বায়ার্ন ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি। মূলত ফাইনাল থার্ডে ভীতি ছড়ানো এবং ফিনিশিংয়েই বায়ার্নের চেয়ে পিছিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো। পাশাপাশি বায়ার্নের আক্রমণের মুখে বারবার খেই হারানো রক্ষণের ভুলও হয়েছে ফ্ল্যামেঙ্গোর হারের কারণ। যা শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে তাদের বিদায়ের কারণও হয়েছে।

আশা জাগিয়েও পারল না ফ্ল্যামেঙ্গো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাপার ২ নেতার জন্য দোয়া মাহফিল

জাতীয় পার্টি (জাপা) ঢাকার শাহবাগ থানার সাধারণ সম্পাদক আমানত উল্লাহ চৌধুরী ও যাত্রাবাড়ী থানার সদস্য মোহাম্মদ স্বপন মোল্লা চিশতির রুহের মাগ‌ফিরাত কামনা ক‌রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির উদ্যোগে পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে মিলাদ মাহফিল ও আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, মনিরুল ইসলাম মিলন, ইঞ্জিঃ ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, একেএম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান আমির আমির উদ্দিন আহমেদ ডালু, আহাদ ইউ চৌধুরী শাহীন, হেলাল উদ্দিন, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিস উর রহমান খোকন, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ চৌধুরী, মাহবুবুর রহমান খশুরু, নিয়ামত উল্ল্যাহ নবু, জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর দক্ষিণের নেতা, মঞ্জুর, আব্দুর রব, আব্দুর রহিম, আমির হোসেন প্রমুখ।

আলোচনা শেষে উভয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ক‌রেন দ‌লের নেতা ঈছা রুহুল্লাহ। 
 

ঢাকা/নঈমুদ্দীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ