ব্রাজিলিয়ান চমক ফ্ল্যামেঙ্গোকে বিদায় করে শেষ আটে পিএসজিকে পেল বায়ার্ন
Published: 30th, June 2025 GMT
দুই দলের শক্তি-সামর্থ্যে পার্থক্য অনেক। সাম্প্রতিক পারফরম্যান্সেও ইউরোপিয়ান পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপরীতে ফ্ল্যামেঙ্গো খুব বড় কোনো নাম নয়। তবু ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে ফ্ল্যামেঙ্গোকে সমীহ করেছেন অনেকে। গ্রুপপর্বে চেলসিকে হারিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিলের ক্লাবটি। বায়ার্নকেও তাই সতর্ক থাকতে হয়েছিল ফ্ল্যামেঙ্গোকে নিয়ে।
তবে শেষ পর্যন্ত ভালো খেলেও আর কোনো অঘটনের জন্ম দিতে পারেনি ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। শেষ আটে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। যারা একই দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর একটি করে গোল এরিক পুলগার এবং লিওন গোরেৎজকার। ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল শোধ করেছেন গেরসন ও জর্জিনিও।
বায়ার্ন দুই গোলের ব্যবধানে জিতলেও ম্যাচের প্রকৃত চিত্র কিন্তু ভিন্ন ছিল। ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে বায়ার্নের চেয়ে এগিয়েই ছিল ফ্ল্যামেঙ্গো। ৫১ শতাংশ বলের দখল রেখে ফ্ল্যামেঙ্গো ১২ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে।
আরও পড়ুনমেসিদের অসহায় দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি৯ ঘণ্টা আগেবিপরীতে ৪৯ শতাংশ বলের দখল রাখা বায়ার্ন ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি। মূলত ফাইনাল থার্ডে ভীতি ছড়ানো এবং ফিনিশিংয়েই বায়ার্নের চেয়ে পিছিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো। পাশাপাশি বায়ার্নের আক্রমণের মুখে বারবার খেই হারানো রক্ষণের ভুলও হয়েছে ফ্ল্যামেঙ্গোর হারের কারণ। যা শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে তাদের বিদায়ের কারণও হয়েছে।
আশা জাগিয়েও পারল না ফ্ল্যামেঙ্গো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।