চট্টগ্রামে টেম্পোচালক–শ্রমিকদের বিক্ষোভ, চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়কে অবস্থান
Published: 30th, June 2025 GMT
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু মোড় এলাকায় টেম্পো শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালক-শ্রমিকেরা। আজ সোমবার বিকেল চারটার দিকে সেতু চত্বরে আধা ঘণ্টা অবস্থান নিয়ে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে ৪০ থেকে ৫০ জন শ্রমিক অংশগ্রহণ করেন। সেখানে অধিকাংশই টেম্পোচালক। তাঁদের কেউই ইউনিয়নের কোনো পদে নেই। সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ তৈয়্যব, মো.
চালকেরা বলেন, ‘আগের নেতা-কর্মীরা চালকদের থেকে চাঁদা আদায় করতেন। এখনো একই কাজ করছে ইউনিয়নের নামে। আমরা কোনো নেতাকে চাই না। আমরা নিজেরাই টেম্পো ব্যবস্থাপনা করব। অসৎ কাউকে এখানে সুযোগ দেওয়া হবে না।’
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহ আমানত সেতু মোড় থেকে আলকরণ পর্যন্ত রুটটি নগরের ১৭ নম্বর রুট হিসেবে পরিচিত। এই রুটে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁদের অভিযোগ, একসময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদা তোলা হতো। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ব্যবহার করে জানে আলম নামের এক ব্যক্তি চাঁদা তুলতেন। বর্তমানে মো. মনির নামের এক ব্যক্তি চাঁদা আদায় করছেন। তিনি নিজেকে শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পরিচয় দেন।
বিক্ষোভে অংশ নেওয়া চালক মোহাম্মদ আলী বলেন, মো. মনির চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে নানাভাবে হয়রানি করা হয়। চালকেরা এসব সহ্য করতে না পেরে রাস্তায় নেমেছেন।
বিক্ষোভের বিষয়ে ইউনিয়নের সভাপতি মো. মনিরের মুঠোফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় চালক ও মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ নম্বর রুটে প্রায় ২০০টি টেম্পো (স্থানীয়ভাবে মাহিন্দ্রা নামে পরিচিত) চলাচল করে। এসব টেম্পো চালাতে হলে মালিকদের অনুমতি নিতে হয় চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন থেকে। চালকদের ভাষ্য, প্রতিদিন এ রুটে প্রায় ২৪ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। মাসে যা দাঁড়ায় প্রায় ৮ লাখ ৬৪ হাজার টাকা এবং বছরে কোটি টাকার বেশি।
চালকেরা বলছেন, প্রশাসনের নীরবতা ও কিছু প্রভাবশালীর আশ্রয়ে এই চাঁদাবাজির চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাঁরা দ্রুত এ অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ লকদ র
এছাড়াও পড়ুন:
বঙ্গবন্ধুকে নিয়ে যা লিখলেন শাকিব খান
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না।
তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে কেউ কেউ জুড়ে দিয়েছেন কবিতা আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজস্ব মতামত। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঢালিউডের এই সুপারস্টার বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’’
আরো পড়ুন:
শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল
শাকিবের ‘রহস্যময়’ বার্তা
ঢাকা/লিপি