আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের গোয়িং গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় ‘ইনট্রোডাকশন টু দ্য ইনক্লুসিভ এডুকেশন টুলকিট: সাপোর্টিং ডিজঅ্যাডভান্টেজড অ্যান্ড এক্সক্লুডেড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ থেকে ২৪ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ব্রিটিশ কাউন্সিলের ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রকল্প ‘জেনেরেটিভ এআই ফর গুড’-এর অংশ, যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে জেনেরেটিভ এআই প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহার নিয়ে বিভিন্ন আলোচনা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মোট ১০টি সেশন পরিচালিত হয়, যেখানে যুক্তরাজ্য, সৌদি আরব ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী রিসোর্স পারসনদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (যুক্তরাজ্য), কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (সৌদি আরব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং এআইইউবি।

গত ২২ জুন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.

মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এম. মাহফুজুর রহমান এবং তৌফিক হাসান। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন প্রফেসর ড. ডেভিড জে. ব্রাউন, সভাপতিত্ব করেন প্রফেসর ড. সাইফুল ইসলাম।

২৪ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. এম. কামরুল আহসান, বিশেষ অতিথি ছিলেন ড. মো. ফখরুল ইসলাম এবং ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ড. ডেভিড জে. ব্রাউন এবং ডেভিড নক্স, সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আবদুর রহমান।

ঢাকা/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ