সাতক্ষীরা প্রেস ক্লাবের সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরের এ ঘটনায় প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমসহ ৩০ সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি। 

হামলার ঘটনায় বিকেলে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ নাম না জানা আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে থানায় এজাহার জমা দিয়েছেন। 

আহতরা হলেন- ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক এম বেলাল হোসাইন, অনির্বানের সোহরাব হোসেনসহ ৩০ জন।

আরো পড়ুন:

পাবনায় কনটেন্ট ক্রিয়েটর সাইমুমের বাড়িতে আ.

লীগ সমর্থকদের হামলা

কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় ফার্মাসিস্ট আহত

আহত সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, ‍“আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত ৩০ জন সাংবাদিক ও সদস্য আহত হয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “আবু সাঈদ ও আব্দুল বারী কিছু অসাংবাদিকদের নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তাদের মতের বিরুদ্ধে গেলেই হামলা ও নির্যাতন চালানো হয়।”

বাংলাভিশন ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আজ সাংবাদিকদের ওপর যে নগ্ন হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছি।”

ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ দ র ওপর

এছাড়াও পড়ুন:

বঙ্গবন্ধুকে নিয়ে যা লিখলেন শাকিব খান 

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না।

তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে কেউ কেউ জুড়ে দিয়েছেন কবিতা আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজস্ব মতামত। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঢালিউডের এই সুপারস্টার বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’’ 

আরো পড়ুন:

শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল

শাকিবের ‘রহস্যময়’ বার্তা

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ