সিলেটের ডিসির বিরুদ্ধে মাঠে বিএনপি নেতারা
Published: 3rd, July 2025 GMT
সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। বুধবার নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশে জেলা প্রশাসকের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। এদিকে কোয়ারি চালুসহ পাঁচ দফা দাবিতে আগামী শনিবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গতকাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বক্তৃতায় জেলা প্রশাসককে একহাত নেন। ডিসিকে উদ্দেশ করে আরিফ বলেন, আপনি যা ইচ্ছা তাই করছেন। আন্দোলন শুরু করায় আপনি জেগেছেন। দু-একজন নেতাকে বশ করে আপনি যদি মনে করেন পার পেয়ে যাবেন, তা হলে ভুল করবেন। ৫ জুলাইয়ের পর আপনার সঙ্গে আর কোনো আলোচনা নয়। আপনি বিদায় নেন।
তিনি আরও বলেন, আমরা সরকারি আইন ও নীতমালা মানি। কিন্তু কারও সঙ্গে কোনো আলোচনা না করে ক্রাশার মিল গুঁড়িয়ে দিচ্ছেন। অন্ধকল্যাণ সমিতির ইজারাকৃত ব্যবসায়ীদের উচ্ছেদ করছেন। কোনো ভুল থাকলে তাদের নিয়ে বসেন। কিন্তু না বসে আপনি ধ্বংস শুরু করছেন।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, পরিহন শ্রমিক নেতা মইনুল ইসলাম প্রমুখ।
গতকাল সকালে কোর্ট পয়েন্টে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে আরিফ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ বিএনপি-জামায়াতসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাথর কোয়ারি খুলে দেওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা।
সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি রেজউল হাসান লোদী কয়েস, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জামায়াতের জেলা আমির হাবিবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভায় চলমান বিভিন্ন ইস্যু বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সমকালকে বলেন, আমরা সনাতন পদ্ধতির পাথর কোয়ারি চালু, ক্রাশার মিলে অভিযান বন্ধ ও অন্ধকল্যাণ সমিতির জায়গা থেকে উচ্ছেদ বন্ধের দাবি করেছি। জেলা প্রশাসক ইতিবাচক, তিনি পাথর কোয়ারি ইজারা বন্ধের বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন। ক্রাশার মিলে যাদের বৈধতা আছে, তাদের সংযোগ ফিরিয়ে দেওয়া ও অন্ধকল্যাণ সমিতির পাশে সরকারি জায়গা থেকে উচ্ছেদের বিষয়টি স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, আরিফুল হক কী জন্য আমাকে নিয়ে এত কথা বলেছেন, তিনি ভালো বলতে পারবেন। পাথর কোয়ারিসহ বিভিন্ন দাবির বিষয়গুলো ভেবে দেখা হচ্ছে।
এদিকে পাথর কোয়ারি খুলে দেওয়া ও স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে আন্দোলনকালে মঙ্গলবার কোম্পানীগঞ্জের টুকেরবাজারে গাড়ি ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, রাস্তায় প্রতিবন্ধকতা ও ভাঙচুরের ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে ৯ জনের নামে মামলা করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।