ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালের আগে বিপজ্জনক এক উড়োজাহাজভ্রমণ করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে উড়োজাহাজে ওঠার পর থেকেই মাদ্রিদের দলটি একের পর এক বিপত্তির সম্মুখীন হয়। যে কারণে তাদের সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রিয়ালের সবচেয়ে অস্বস্তিকর ভ্রমণগুলোর একটি।

মার্কা জানায়, রিয়ালের খেলোয়াড়েরা পিএসজির বিপক্ষে ম্যাচ সামনে রেখে মায়ামিতে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে এবং বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউয়ার্কের উদ্দেশে রওনা দেয়। শুরুতে সবকিছু পরিকল্পনামতো চললেও পরে তেমনটা হয়নি। খুব দ্রুতই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। প্রথমে ঝড়ের কারণে ফ্লাইট বিলম্বিত হয়। যে কারণে তাদের প্রায় দেড় ঘণ্টা উড়োজাহাজ ছাড়ার জন্য অপেক্ষা করতে হয়।

শুরুতে থিবো কোর্তোয়া, ফেদে ভালভের্দে ও জাকোবো র‍্যামনের জন্য মিক্সড জোন নির্ধারিত ছিল বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। আর জাবি আলোনসোর সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩০ মিনিটে। ফ্লাইট পিছিয়ে গেলেও সূচি তখনো বহাল ছিল।

আরও পড়ুনকেন এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস০৬ জুলাই ২০২৫

এরপর বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে রিয়াল নিজেদের পরিস্থিতি জানায়, ‘আমরা এখনো উড়োজাহাজের ভেতরেই আছি।’ উড়োজাহাজটি তখন আকাশেই ছিল, কারণ নিউয়ার্ক বিমানবন্দরে অবতরণের জন্য কোনো রানওয়ে খালি পাওয়া যাচ্ছিল না। এ সময় রিয়ালের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজটি রুট অনুযায়ী বিভিন্ন স্থানে চক্কর দিতে থাকে।

প্রথমে তারা অবতরণের চেষ্টা করে ভার্জিনিয়ায় ও পরে নিউইয়র্কের কাছাকাছি অ্যালেনটাউনে। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রিয়াল ফিফাকে মিডিয়া ইভেন্ট বাতিল করার অনুরোধ জানায়। ফিফা এতে সম্মতি দেয়।

এদিকে ভোর ৫টায় শুরু হয় পিএসজি কোচ লুইস এনরিকের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের ৩০ মিনিট পর একজন সাংবাদিক তাঁকে রিয়ালের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এনরিকের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ফিফা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানান, ‘(স্থানীয় সময়) আজ রাতে জাবি আলোনসোর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’

আরও পড়ুনব্রাজিলিয়ানের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবের স্বপ্ন চূর্ণ করে ফাইনালে চেলসি৭ ঘণ্টা আগে

শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৩ মিনিটে রিয়ালের উড়োজাহাজটি নিউইয়র্কে অবতরণ করতে সক্ষম হয়। অর্থাৎ উড্ডয়নের নির্ধারিত সময় থেকে চার ঘণ্টা পর রিয়ালের স্কোয়াড নিউইয়র্কে এসে পৌঁছায়।

অবতরণের প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টার একটু আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে রিয়ালের সদস্যরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টিম হোটেলে পৌঁছান। এ সময় আলোনসোকে প্রশ্ন করা হয়, ‘ফ্লাইট কি খুব ক্লান্তিকর ছিল?’ কিলিয়ান এমবাপ্পে জবাবটা দেন, ‘না, তেমন কিছু নয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ সময় পর স থ ত র জন য

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কের মেয়র প্রার্থীদের প্রথম টিভি বিতর্কে তীব্র বাদানুবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের একজন হচ্ছেন সমাজতান্ত্রিক, একজনের বিরুদ্ধে রয়েছে যৌন হয়রানির অভিযোগ এবং আরেকজন নিজের হাতে আইন তুলে নেওয়া ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ‘চরম উত্তেজনাপূর্ণ’ এক বিতর্কে অংশ নিয়েছেন তাঁরা। এ সময় একে অন্যের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। এই অপ্রত্যাশিত নির্বাচনী প্রচার এখন চূড়ান্ত ধাপে বলা চলে।

আগামী ৪ নভেম্বরের নির্বাচনের আগে টেলিভিশনে সরাসরি দুটি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে গতকাল প্রথমটি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে থাকা ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়া ভোটারদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর থেকে।

বিতর্কে জোহরান প্রতিদ্বন্দ্বী কুমোর বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারি এবং কোভিড মহামারির সময় ‘নার্সিং হোমে বয়স্কদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার’ মতো বিতর্কিত প্রশাসনিক রেকর্ড নিয়ে কড়া আক্রমণ করেন।

স্লিওয়া তাঁর দুই প্রতিদ্বন্দ্বীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘ভালো যে আমি পেশাদার রাজনীতিবিদ নই। কারণ, এই শহরে অপরাধের সংকট তারাই সৃষ্টি করেছেন।’

পরে স্লিওয়া মন্তব্য করেন, ‘এই কক্ষে অনেক বেশি পৌরুষের দাপট (টেস্টোস্টেরন) চলছে।’

ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জোহরান মামদানি সবাইকে চমকে দিয়ে কুমোকে হারিয়ে জয়ী হন। কয়েক সপ্তাহ ধরে জনমত জরিপে এগিয়ে থাকা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য কুমোকে হারিয়ে তিনি দলের আনুষ্ঠানিক মনোনয়ন পান।

জোহরান নিউইয়র্ক নগরে বিনা মূল্যে বাস পরিষেবা, ভাড়ানিয়ন্ত্রণ এবং নগর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুপারমার্কেট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিদ্বন্দ্বী কুমো অবশ্য জোহরানের এসব পরিকল্পনাকে আকাশকুসুম কল্পনা এবং সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছেন, যা অর্থনৈতিকভাবে অসম্ভব।

নিউইয়র্ক নগরের ৮৫ লাখ মানুষের শাসনভার কার হাতে যাবে, সেই আলোচনা আরও একবার জোরালো হয়ে ওঠে, যখন বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

দুর্নীতির অভিযোগে জর্জরিত বর্তমান মেয়র সরে দাঁড়ালেও তিনি কোনো প্রার্থীর প্রতি সমর্থন জানানি। তবে তিনি সরে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা নতুন দিকে মোড় নেয়।

৬৭ বছর বয়সী কুমো ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউইয়র্ক রাজ্যের গভর্নর ছিলেন। যৌন নির্যাতনের অভিযোগের জেরে তিনি পদত্যাগ করেছিলেন।

৩৩ বছর বয়সী জোহরান মামদানি কুইন্স বোরো থেকে নির্বাচিত অঙ্গরাজ্যের আইনসভার সদস্য। তিনি তৃণমূল পর্যায়ে অদম্য প্রচারের মাধ্যমে তরুণ নিউইয়র্কবাসীর মধ্যে দারুণ উৎসাহ–উদ্দীপনা তৈরি করেছেন।

নিউইয়র্ক নগরের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর (বাঁয়ে) সঙ্গে হাত মেলান ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ১৬ অক্টোবর ২০২৫, নিউইয়র্ক

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্কের মেয়র প্রার্থীদের প্রথম টিভি বিতর্কে তীব্র বাদানুবাদ
  • ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিয়েছেন ট্রাম্প
  • সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে এবার নিউইয়র্কে কর্মসূচি
  • ভিলেনকে জাপটে ধরলেন চার নায়ক! নিউইয়র্কে সিনেমার শেষ দৃশ্য...