ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালের আগে বিপজ্জনক এক উড়োজাহাজভ্রমণ করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে উড়োজাহাজে ওঠার পর থেকেই মাদ্রিদের দলটি একের পর এক বিপত্তির সম্মুখীন হয়। যে কারণে তাদের সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রিয়ালের সবচেয়ে অস্বস্তিকর ভ্রমণগুলোর একটি।

মার্কা জানায়, রিয়ালের খেলোয়াড়েরা পিএসজির বিপক্ষে ম্যাচ সামনে রেখে মায়ামিতে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে এবং বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউয়ার্কের উদ্দেশে রওনা দেয়। শুরুতে সবকিছু পরিকল্পনামতো চললেও পরে তেমনটা হয়নি। খুব দ্রুতই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। প্রথমে ঝড়ের কারণে ফ্লাইট বিলম্বিত হয়। যে কারণে তাদের প্রায় দেড় ঘণ্টা উড়োজাহাজ ছাড়ার জন্য অপেক্ষা করতে হয়।

শুরুতে থিবো কোর্তোয়া, ফেদে ভালভের্দে ও জাকোবো র‍্যামনের জন্য মিক্সড জোন নির্ধারিত ছিল বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। আর জাবি আলোনসোর সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩০ মিনিটে। ফ্লাইট পিছিয়ে গেলেও সূচি তখনো বহাল ছিল।

আরও পড়ুনকেন এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস০৬ জুলাই ২০২৫

এরপর বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে রিয়াল নিজেদের পরিস্থিতি জানায়, ‘আমরা এখনো উড়োজাহাজের ভেতরেই আছি।’ উড়োজাহাজটি তখন আকাশেই ছিল, কারণ নিউয়ার্ক বিমানবন্দরে অবতরণের জন্য কোনো রানওয়ে খালি পাওয়া যাচ্ছিল না। এ সময় রিয়ালের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজটি রুট অনুযায়ী বিভিন্ন স্থানে চক্কর দিতে থাকে।

প্রথমে তারা অবতরণের চেষ্টা করে ভার্জিনিয়ায় ও পরে নিউইয়র্কের কাছাকাছি অ্যালেনটাউনে। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রিয়াল ফিফাকে মিডিয়া ইভেন্ট বাতিল করার অনুরোধ জানায়। ফিফা এতে সম্মতি দেয়।

এদিকে ভোর ৫টায় শুরু হয় পিএসজি কোচ লুইস এনরিকের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের ৩০ মিনিট পর একজন সাংবাদিক তাঁকে রিয়ালের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এনরিকের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ফিফা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানান, ‘(স্থানীয় সময়) আজ রাতে জাবি আলোনসোর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’

আরও পড়ুনব্রাজিলিয়ানের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবের স্বপ্ন চূর্ণ করে ফাইনালে চেলসি৭ ঘণ্টা আগে

শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৩ মিনিটে রিয়ালের উড়োজাহাজটি নিউইয়র্কে অবতরণ করতে সক্ষম হয়। অর্থাৎ উড্ডয়নের নির্ধারিত সময় থেকে চার ঘণ্টা পর রিয়ালের স্কোয়াড নিউইয়র্কে এসে পৌঁছায়।

অবতরণের প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টার একটু আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে রিয়ালের সদস্যরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টিম হোটেলে পৌঁছান। এ সময় আলোনসোকে প্রশ্ন করা হয়, ‘ফ্লাইট কি খুব ক্লান্তিকর ছিল?’ কিলিয়ান এমবাপ্পে জবাবটা দেন, ‘না, তেমন কিছু নয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ সময় পর স থ ত র জন য

এছাড়াও পড়ুন:

তবে কি নিউইয়র্ক টাইমস মেয়রপ্রার্থী জোহরানের পেছনে লেগেছে

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকদের তীব্র সমালোচনার মুখে পড়ে—এবং তার যথেষ্ট কারণও আছে।

প্রতিবেদনের শিরোনাম ছিল ‘কলেজে ভর্তির আবেদনপত্রে মামদানি নিজেকে এশীয় এবং আফ্রিকান আমেরিকান দেখিয়েছিলেন’

কেন নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন তীব্র সমালোচনার মুখে পড়েছে, তার কয়েকটি কারণ তুলে ধরেছেন মার্গারেট সুলিভান। তিনি দ্য গার্ডিয়ান ইউএসের একজন কলাম লেখক। তিনি গণমাধ্যম, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে কলাম লেখেন।

মার্গারেট সুলিভান তাঁর কলামে লিখেছেন, প্রতিবেদনটি নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে করা। ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি ইলেকশন) তাঁর চকমপ্রদ জয় জাতীয় পর্যায়ে নজর কেড়েছে।

জোহরানকে নিয়ে ডানপন্থী সংবাদমাধ্যমগুলোর দাবি, মামদানি কলাম্বিয়ার অ্যাফারমেটিভ অ্যাকশনভিত্তিক ভর্তি নীতির সুবিধা নিতে নিজের জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা বলেছিলেন।

ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম উগান্ডায়। নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের মূল বক্তব্য ছিল, নিউইয়র্কে হাইস্কুলের শেষ ধাপে মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময় জাতিগত পরিচয়সম্পর্কিত একাধিক ঘরে টিক দিয়েছিলেন।

আপনি বলতে পারেন, এতে সমস্যা কোথায়? কেন এ বিষয়টি নিয়ে রিপোর্টই–বা করতে হবে? দারুণ প্রশ্ন।

জোহরান মামদানিকে নিয়ে এ ধরনের একটি প্রতিবেদন করা এবং সেটি প্রকাশের সিদ্ধান্ত কম করে বললেও বোকার মতো একটি কাজ হয়েছে বলা যায়মার্গারেট সুলিভান, দ্য গার্ডিয়ান ইউএসের কলাম লেখক

সংবাদটির প্রকৃত গুরুত্ব থাকুক বা না থাকুক, এটি অবধারিতভাবে মামদানির একজন প্রতিদ্বন্দ্বীর দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি হলেন, নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস। এবার অ্যাডামস একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অ্যাডামস একজন কৃষ্ণাঙ্গ। তিনি বলেছেন, জোহরান মামদানি কৃষ্ণাঙ্গ না হয়েও আফ্রিকান–আমেরিকান পরিচয়কে পুঁজি করে ফায়দা তোলার চেষ্টা করেছেন। এটা তাঁর কাছে গভীর অপমানজনক মনে হয়েছে।

আর ফক্স নিউজে একাধিক টক শোতে উপস্থাপকেরা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের উল্লেখ করে জোহরানকে তুলাধোনা করেছেন।

যেমন, ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানের উপস্থাপক চার্লি হার্ট জোহরানকে একজন ‘বর্ণবাদী’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের জনগণ যা কিছুতে বিশ্বাস করে, তার সবকিছুকেই ঘৃণা করেন মামদানি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের আগেও ডানপন্থী টেলিভিশন নেটওয়ার্ক ফক্স নিউজ জোহরানকে ধুয়ে দিয়ে সংবাদ পরিবেশন করেছে। জোহরান একজন মুসলিম ও সমাজতান্ত্রিক।

ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম উগান্ডায়। নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের মূল বক্তব্য ছিল, নিউইয়র্ক সিটির একজন হাইস্কুল শিক্ষার্থী হিসেবে মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময় জাতিগত পরিচয়সম্পর্কিত একাধিক ঘরে টিক দিয়েছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জোহরানকে একজন কমিউনিস্ট বলেছেন এবং তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করা উচিত বলে মন্তব্য করেছেন।

অন্যান্য ডানপন্থী সংবাদমাধ্যমও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি লুফে নিয়েছে। তারা মামদানির জাতিসংক্রান্ত তথ্য দেওয়াকে ডিইআই কেলেঙ্কারির উদাহরণ হিসেবে উপস্থাপন করেছে। ডিইআই হলো বৈচিত্র্য, সাম্যতা ও অন্তর্ভুক্তি নীতি।

জোহরানকে নিয়ে ডানপন্থী সংবাদমাধ্যমগুলো দাবি করে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পদক্ষেপমূলক ভর্তি নীতির (অ্যাফারমেটিভ অ্যাকশন) সুযোগ নিতেই মামদানি নিজের জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা বলেছিলেন। মামদানি কিন্তু শেষতক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি, যে কারণে তাঁকে নিয়ে করা ওই সংবাদটি আরও ফালতু হয়ে গেছে।

নিউইয়র্ক টাইমসের মুদ্রিত সংস্করণে এ খবরের শিরোনাম করা হয়, ‘কলেজে ভর্তির আবেদনপত্র ঘিরে সমালোচনার মুখোমুখি মামদানি’।

অধিকাংশ কলেজে ভর্তির আবেদনপত্রে ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার নাগরিকদের জন্য আলাদা কোনো ঘর থাকে না, তাই আমার পারিবারিক পটভূমি পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা হিসেবে আমি একাধিক ঘরে টিক দিয়েছিলামজোহরান মামদানি, নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী

জোহরান তাঁর ব্যাখ্যায় বলেছেন, তিনি তাঁর জটিল পারিবারিক পটভূমি বোঝানোর চেষ্টা করেছিলেন। তাঁর বাবা একজন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার নাগরিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। জোহরানের জন্ম উগান্ডায়, শৈশবে নিউইয়র্ক সিটিতে চলে আসার আগে স্বল্প সময় তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করেছেন।

নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘অধিকাংশ কলেজে ভর্তির আবেদনপত্রে ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার নাগরিকদের জন্য আলাদা কোনো ঘর থাকে না, তাই আমার পারিবারিক পটভূমি পুরোটা তুলে ধরার চেষ্টা হিসেবে আমি একাধিক ঘরে টিক দিয়েছিলাম।’

সুলিভান লেখেন, জোহরান মামদানিকে নিয়ে এ ধরনের একটি প্রতিবেদন করা এবং সেটি প্রকাশের সিদ্ধান্ত কম করে বললেও বোকার মতো কাজ হয়েছে বলা যায়।

টাইমসের মতামত বিভাগ তাদের মতপ্রকাশের অধিকার রাখে, যতই তা ভুল পথে পরিচালিত হোক না কেন। কিন্তু সরাসরি সংবাদ প্রতিবেদনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া ঠিক না। সংবাদ প্রতিবেদন দলনিরপেক্ষ হওয়া উচিত। কোনো প্রার্থীকে উৎসাহ দেওয়া বা কাউকে খোঁড়া করে দেওয়া সংবাদের কাজ নয়।

এর একটি কারণ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যভান্ডারে (ডেটাবেজে) বড় ধরনের হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্ক টাইমসের হাতে এ তথ্য এসেছে। এক মধ্যস্থতাকারীর মাধ্যমে পত্রিকাটির কাছে এ তথ্য আসে। নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে তথ্যসূত্র গোপন রেখেছে।

আরও পড়ুনজোহরানকে ঘিরে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছেন উগ্রবাদীরা০১ জুলাই ২০২৫

কিন্তু পরে জানা গেছে, ওই সূত্র হলেন জর্ডান লাসকার। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, তিনি একজন সুপরিচিত এবং ব্যাপক সমালোচিত জাতিগত বিশুদ্ধতাবাদী বা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী।

প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা সোলে‌দাদ ও’ব্রায়েন নিউইয়র্ক টাইমসে জোহরানকে নিয়ে করা ওই প্রতিবেদনকে ‘একটি রসিকতা’ বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, জোহরান মামদানির ওপর এই প্রতিবেদন প্রকাশ করা টাইমসের জন্য ‘চরম লজ্জাজনক একটি ঘটনা’।

সোলেদাদ নিজেও মিশ্র জাতিগত পারিবারিক পটভূমি থেকে এসেছেন এবং নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দেন।

এ ঘটনা একটি বড় বিষয় তুলে ধরেছে। সেটি হলো, জোহরান মামদানির প্রার্থিতা নিয়ে টাইমসের প্রকাশ্য বিরূপ মনোভাব।

মামদানির ওপর টাইমসের এই প্রতিবেদন প্রকাশ সম্পূর্ণ লজ্জাজনক একটি ঘটনাসোলে‌দাদ ও’ব্রায়েন, সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা

পত্রিকাটির মতামত বিভাগ দেখলে এ নিয়ে সন্দেহের অবকাশ প্রায় নেই। যদিও টাইমস এখন মেয়র পদে আর আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে না। তবে পত্রিকাটি একটি সম্পাদকীয়তে ভোটারদের আহ্বান জানিয়েছিল, তাঁরা যেন মামদানিকে তাদের বাছাইয়ে একেবারে স্থানই না দেয়। কারণ, মামদানি অত্যন্ত অযোগ্য প্রার্থী।

টাইমসের মতামত বিভাগ তাদের মতপ্রকাশের অধিকার রাখে, যতই তা ভুল পথে পরিচালিত হোক না কেন। কিন্তু সরাসরি সংবাদ প্রতিবেদনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া ঠিক না।

সংবাদ প্রতিবেদন দলনিরপেক্ষ হওয়া উচিত। কোনো প্রার্থীকে উৎসাহ দেওয়া বা কাউকে খোঁড়া করে দেওয়া সংবাদের কাজ নয়।

বাস্তব সংবাদের বেলায় অনেক ক্ষেত্রেই তা একেবারে মানা হয় না।

এই সাজানো কেলেঙ্কারি এবং পূর্ব সম্পাদকীয় মিলিয়ে টাইমস মামদানির বিরুদ্ধে যেন একটি ধর্মযুদ্ধে নেমেছে, এমনই মনে হচ্ছে। আর কোনো আদর্শিক ব্যাখ্যাই এটা ঢেকে রাখতে পারবে না।

আরও পড়ুননিউইয়র্কের কৃষ্ণাঙ্গ ও শ্রমজীবী ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য জোহরান মামদানি০৪ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘কমিউনিস্ট’ জোহরান মেয়র হলে নিউইয়র্কের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
  • তবে কি নিউইয়র্ক টাইমস মেয়রপ্রার্থী জোহরানের পেছনে লেগেছে
  • ট্রাম্প–ইনফান্তিনো সম্পর্কে নতুন মোড়, ট্রাম্পের ভবনে অফিস খুলল ফিফা
  • মামদানির রাজনীতি বাংলাদেশ থেকে কীভাবে দেখব?