জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট–বল। সেখানে দাঁড়িয়ে দেশটির ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ। দুই পাশে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দল। সিঁড়ি বেয়ে নেমে এলেন আন্দ্রে রাসেল। তাঁকে দেওয়া হলো ‘গার্ড অব অনার’।

জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন রাসেল। টি–টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের চাওয়া পূরণ হয়েছে। ৩৭ বছর বয়সী তারকাকে সম্ভাব্য সেরা উপায়েই বিদায়ী সংবর্ধনা দিয়েছে তাঁর দেশ জ্যামাইকার সরকার।

কিন্তু এরপর যে উদ্দেশে রাসেল মাঠে নামলেন, তা পূরণ হলো না। ব্যর্থতার বৃত্তে বন্দী ওয়েস্ট ইন্ডিজ রাসেলের বিদায়ী ম্যাচেও পারল না। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ৮ উইকেটে।

স্যাবাইনা পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান রাসেল, ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে করেন ৩৬ রান।

কিন্তু জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন ১৭৩ রানের লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলেন। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ২৮ বল ও ৮ উইকেট বাকি রেখে। একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীরা এখন ২–০ ব্যবধানে এগিয়ে।

বিস্তারিত আসছে.

..

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭২/৮ (কিং ৫১, রাসেল ৩৬, মোতি ১৮*, চেজ ১৬ হেটমায়ার ১৪; জাম্পা ৩/২৯, ম্যাক্সওয়েল ২/১৫, এলিস ২/৩৪, ডরশুইস ১/৩৭)।

অস্ট্রেলিয়া: ১৫.২ ওভারে ১৭৩/২ (ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*, মার্শ ২১, ম্যাক্সওয়েল ১২; হোল্ডার ১/২৮, জোসেফ ১/৫০, চেজ ০/১৪, রাসেল ০/১৬)।

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে এগিয়ে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৮ উইক ট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ