ফেনীতে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৩৫) ও একরাম হোসেন (৩২)। তাঁরা উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের কাজীর বাড়ির শাহ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি নোয়াখালীর দিকে যাচ্ছিল। রাত তিনটার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা মোশারফ ও একরাম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মোশারফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর একরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে চট্টগ্রাম নেওয়ার পথে তিনিও মারা গেছেন।

নিহত ব্যক্তিদের চাচাতো ভাই মোহাম্মদ সুজন প্রথম আলোকে বলেন, মোশারফ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গতকাল রাতে ওই কোম্পানির একটি কাজে একরামকেও সঙ্গে নিয়ে যান। কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।

জানতে চাইলে মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প কআপ ভ য ন একর ম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ