রুটের ইতিহাস গড়ার দিনে ইংল্যান্ডের রান পাহাড়
Published: 26th, July 2025 GMT
জো রুটের আরেকটি টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের রান মেশিন সেঞ্চুরির এই ইনিংসে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। পেয়েছেন তার ক্যারিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরি। যে ইনিংসটি খেলার পথে রুট হয়েছেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এক ইনিংস দিয়েই রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিংকে (১৩,৩৭৮) ছাড়িয়ে গেছেন। তার টেস্ট রান এখন ১৩,৪০৯। সামনে কেবল ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের ১৫,৯২১।
ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে ১৫০ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন রুট। তার ইতিহাস গড়া ইনিংসের দিনে রানের পাহাড় ছুঁয়েছে ইংল্যান্ড। ভারতের করা ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। লিড ১৮৬ রানের। অধিনায়ক বেন স্টোকস ৭৭ ও লিয়াম ডসন ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
শুক্রবার ২ উইকেটে ২২৫ রানে দিন শুরু করেছিল ইংল্যান্ড। তৃতীয় দিন ৫ উইকেটে ৩১৯ রান তুলেছে তারা। রুট ১১ রানে দিন শুরু করে দ্বিতীয় সেশনে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরিতে তার উপরে রয়েছেন জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) ও শচীন টেন্ডুলকার (৫১)।
২৪৮ বলে ১৪ চারে দেড়শ রানের ইনিংসটি খেলেন রুট। ভারতের বিপক্ষে এটি তার দ্বাদশ সেঞ্চুরি। নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির তালিকাতে রুট রয়েছেন তিন নম্বরে। স্যার ডন ব্র্যাডম্যান ১৯ সেঞ্চুরি পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। সুনীল গাভাস্কারের ১৩ সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া ঘরের মাঠে এটি তার ২৩তম সেঞ্চুরি। রবীন্দ্র জাজেদার বলে স্ট্যাম্পড হলে থামে তার ইনিংস।
স্টোকস ৭৭ রান করেন ৬ বাউন্ডারিতে, ১৩৪ বলে। এছাড়া ওলি পোপে ৭১ রান করেন। রান পাননি হ্যারি ব্রুক (৩), জেমি স্মিথ (৯) ও ক্রিস ওকস (৪)।
ভারতের বোলারদের হয়ে ২টি করে উইকেট নেন রবীন্দ্রর জাদেজা ও ওয়াসিংটন সুন্দর।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ম্যাচের নাটাই এখন পর্যন্ত ইংল্যান্ডের হাতে। বড় লিডের চাপে পড়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ের উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে