সাধারণ জ্ঞান-১২: জুন-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
Published: 26th, July 2025 GMT
সারা বছর দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। তাঁদের সহায়তার জন্য প্রথম আলোর নিয়মিত আয়োজন।
১. বর্তমানে বাংলাদেশ থেকে আম রপ্তানি করা হয়—৩৮টি দেশে।
২. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবন করা জিংকসমৃদ্ধ সুগন্ধিযুক্ত ধানের জাত—জিএইউ ধান ৩।
৩. বাংলাদেশ ব্যাংকের নতুন ১০০০ টাকার নোটে নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে—১৩টি।
৪.
৫. বাংলাদেশে ইলিশ মাছের অভয়াশ্রম রয়েছে—৬টি।
৬. যুক্তরাষ্ট্রের নির্মিত লেজারনিয়ন্ত্রিত আকাশ থেকে স্থলে নিক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হলো—হেলফায়ার।
৭. ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর—খারকিভ।
আরও পড়ুনসাধারণ জ্ঞান-১১: জুন-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব১৭ জুলাই ২০২৫৮. বিমানের জরুরি সাহায্য সংকেত জানানোর জন্য ব্যবহৃত শব্দ—‘মে ডে’ (Mayday)। অর্থ—আসুন, আমাকে সাহায্য করুন।
৯. সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলার সাংকেতিক নাম—অপারেশন রাইজিং লয়েন।
১০. ইসরায়েলে ইরানের পাল্টা হামলার সাংকেতিক নাম—অপারেশন ট্রু প্রমিজ থ্রি।
১১. হরমুজ প্রণালি যুক্ত করেছে—পারস্য ও ওমান উপসাগর।
১২. বর্তমানে বাংলাদেশে ‘পরিবেশবান্ধব’ কারখানা রয়েছে—২৪৮টি।
১৩. হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ করা হয় বিশ্বের জ্বালানির শতকরা—২০ ভাগ।
১৪. ইরানের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে—৭টি দেশের।
১৫. বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত যুদ্ধবিমানের সফল পরীক্ষা করেছে—সুইডেন।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫১৬. ‘মেড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল প্রথমবারের মতো রপ্তানি করা হয়—যুক্তরাষ্ট্রে।
১৭. ২৫ সেন্টিমিটার (৯ ইঞ্চি) নিচের আকৃতির ইলিশের বাচ্চাকে বলা হয়—জাটকা।
১৮. বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে—১৯টি স্থানে।
১৯. ‘সিজ ফায়ার’ শব্দের অর্থ—যুদ্ধবিরতি।
২০. বিশ্বে সামরিক খাতে শীর্ষ ব্যয়কারী দেশ—যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনজাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্স, সম্পূর্ণ বিনা মূল্যে২৩ জুলাই ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৯ জুলাই ২০২৫)
ভোরে টি-টোয়েন্টিতে মুখোমুখি ওয়েস্ট ও অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে মুখোমুখি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা।
৫ম টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
ভোর ৫টা, টি স্পোর্টস
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
অস্ট্রেলিয়া-পাকিস্তান
বেলা ২টা, স্টার স্পোর্টস ১
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ১