জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে দিনটিকে উদ্‌যাপন করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ফেসবুক ও ওয়েবসাইটে দিবসটি উপলক্ষে বিভিন্ন ছবি প্রকাশ করা হয়েছে। আইসিটি বিভাগের ফেসবুকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক একটি গ্রাফিক্যাল ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে আবু সাঈদের ছবিসহ আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের কোলাজ দৃশ্য রয়েছে। সরকারের আরেক সংস্থা এসপায়ার টু ইনোভেটের (এটুআই) তৈরি এই ছবি প্রকাশ করেছে আইসিটি বিভাগ।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের ছবি শেয়ার করা হয়েছে ‘চিফ অ্যাডভাইজর জিওবি’ নামের ফেসবুক পেজ থেকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিবসটি উদ্‌যাপনের বিভিন্ন ছবিও প্রকাশ করা হয়েছে পেজটিতে। বাংলাদেশে অবস্থিত সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ফেসবুক পেজ থেকে জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছবি ও লেখা প্রকাশ করা হয়েছে। দূতাবাসগুলোর ফেসবুক পেজ থেকে জুলাই শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলাদেশে অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কারে দেশগুলোর অবস্থানকে তুলে ধরতে দেখা যায়। ‘ইউকে ইন বাংলাদেশ পেজ’ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করে বিশেষ পোস্ট শেয়ার করা হয়েছে।

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির গত বছরের ৫ আগস্টে ধারণ করা তাঁর রিলস ভিডিও শেয়ার করেছেন অনলাইনে। সালমান মুক্তাদিরের মতো অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেদের ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। বিভিন্ন পেজ থেকেও ‘হ্যাশট্যাগ জুলাই’ শীর্ষক বিভিন্ন ছবি, ভিডিও ও লেখা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘হ্যাশট্যাগ জুলাই ২০২৪ মেমরিজ’ ট্যাগ দিয়েও অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন অনেকে।

এক্সেও (সাবেক টুইটার) বিভিন্ন পোস্ট দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ অনেক ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সাইটটিতে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে #julyrevolution ট্যাগ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও ও স্টোরিজ শেয়ার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ য় র কর র ফ সব ক উপলক ষ কর ছ ন

এছাড়াও পড়ুন:

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে জামায়াত

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে বাংলা‌দেশ জামায়াতে ইসলামী।

শ‌নিবার (২ আগস্ট) দল‌টির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “২০২৪ জুলাই-এর ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন:

অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ

সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত

গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির দুপক্ষের পৃথক বিজয় মিছিল, সংঘাতের শঙ্কা
  • কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ আগস্টের আনন্দমিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, ধাওয়া
  • খাগড়াছড়িতে স্থানীয় ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু
  • ৫ আগস্ট উপলক্ষে বিজয় র‍্যালি করবে বিএনপি
  • আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে: অর্থ উপদেষ্টা
  • ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে
  • ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে জামায়াত