অনলাইনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্যাপন
Published: 5th, August 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে দিনটিকে উদ্যাপন করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ফেসবুক ও ওয়েবসাইটে দিবসটি উপলক্ষে বিভিন্ন ছবি প্রকাশ করা হয়েছে। আইসিটি বিভাগের ফেসবুকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক একটি গ্রাফিক্যাল ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে আবু সাঈদের ছবিসহ আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের কোলাজ দৃশ্য রয়েছে। সরকারের আরেক সংস্থা এসপায়ার টু ইনোভেটের (এটুআই) তৈরি এই ছবি প্রকাশ করেছে আইসিটি বিভাগ।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের ছবি শেয়ার করা হয়েছে ‘চিফ অ্যাডভাইজর জিওবি’ নামের ফেসবুক পেজ থেকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিবসটি উদ্যাপনের বিভিন্ন ছবিও প্রকাশ করা হয়েছে পেজটিতে। বাংলাদেশে অবস্থিত সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ফেসবুক পেজ থেকে জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছবি ও লেখা প্রকাশ করা হয়েছে। দূতাবাসগুলোর ফেসবুক পেজ থেকে জুলাই শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলাদেশে অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কারে দেশগুলোর অবস্থানকে তুলে ধরতে দেখা যায়। ‘ইউকে ইন বাংলাদেশ পেজ’ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করে বিশেষ পোস্ট শেয়ার করা হয়েছে।
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির গত বছরের ৫ আগস্টে ধারণ করা তাঁর রিলস ভিডিও শেয়ার করেছেন অনলাইনে। সালমান মুক্তাদিরের মতো অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেদের ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। বিভিন্ন পেজ থেকেও ‘হ্যাশট্যাগ জুলাই’ শীর্ষক বিভিন্ন ছবি, ভিডিও ও লেখা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘হ্যাশট্যাগ জুলাই ২০২৪ মেমরিজ’ ট্যাগ দিয়েও অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন অনেকে।
এক্সেও (সাবেক টুইটার) বিভিন্ন পোস্ট দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ অনেক ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সাইটটিতে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে #julyrevolution ট্যাগ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও ও স্টোরিজ শেয়ার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ য় র কর র ফ সব ক উপলক ষ কর ছ ন
এছাড়াও পড়ুন:
বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
আজ ২ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) দিবস। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটি ঊনিশতম বছরে পদার্পণ করেছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রবিবার (২ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ।
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্ত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কৃষি শিক্ষা ও গবেষণায় করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ার উদ্দিন চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অল্প সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারায় একটি অনন্য অবস্থান তৈরি করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণায় আগ্রহ ও সমাজসেবায় অংশগ্রহণ এই বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও গবেষণার বিনিময় জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করে। তাই পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন “
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে।
ঢাকা/আইনুল/মেহেদী