অনলাইনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্যাপন
Published: 5th, August 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে দিনটিকে উদ্যাপন করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ফেসবুক ও ওয়েবসাইটে দিবসটি উপলক্ষে বিভিন্ন ছবি প্রকাশ করা হয়েছে। আইসিটি বিভাগের ফেসবুকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক একটি গ্রাফিক্যাল ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে আবু সাঈদের ছবিসহ আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের কোলাজ দৃশ্য রয়েছে। সরকারের আরেক সংস্থা এসপায়ার টু ইনোভেটের (এটুআই) তৈরি এই ছবি প্রকাশ করেছে আইসিটি বিভাগ।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের ছবি শেয়ার করা হয়েছে ‘চিফ অ্যাডভাইজর জিওবি’ নামের ফেসবুক পেজ থেকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিবসটি উদ্যাপনের বিভিন্ন ছবিও প্রকাশ করা হয়েছে পেজটিতে। বাংলাদেশে অবস্থিত সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ফেসবুক পেজ থেকে জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছবি ও লেখা প্রকাশ করা হয়েছে। দূতাবাসগুলোর ফেসবুক পেজ থেকে জুলাই শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলাদেশে অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কারে দেশগুলোর অবস্থানকে তুলে ধরতে দেখা যায়। ‘ইউকে ইন বাংলাদেশ পেজ’ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করে বিশেষ পোস্ট শেয়ার করা হয়েছে।
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির গত বছরের ৫ আগস্টে ধারণ করা তাঁর রিলস ভিডিও শেয়ার করেছেন অনলাইনে। সালমান মুক্তাদিরের মতো অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেদের ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। বিভিন্ন পেজ থেকেও ‘হ্যাশট্যাগ জুলাই’ শীর্ষক বিভিন্ন ছবি, ভিডিও ও লেখা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘হ্যাশট্যাগ জুলাই ২০২৪ মেমরিজ’ ট্যাগ দিয়েও অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন অনেকে।
এক্সেও (সাবেক টুইটার) বিভিন্ন পোস্ট দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ অনেক ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সাইটটিতে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে #julyrevolution ট্যাগ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও ও স্টোরিজ শেয়ার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ য় র কর র ফ সব ক উপলক ষ কর ছ ন
এছাড়াও পড়ুন:
সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আগের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং আগের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনাও থাকবে। এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও তা পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া অগ্নিনিরাপত্তা–সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলো যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা স্থাপনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা বাড়াতে হবে। এ ছাড়া পূজা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার ভুল তথ্য বা অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশন মঠের উপাধ্যক্ষসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।