দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট : সানি
Published: 5th, August 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট-আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবসের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে শহরের উকিলপাড়া এলাকায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। সভায় সভাপতি¦ত করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা: এম এ লতিফ তুষার।
আলোচনা সভায় আনিসুল ইসলাম সানি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হলো জনগণের বিজয়। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
'বিগত তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় যুগের কর্তৃত্ববাদী শাসন, চাকুরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংকখাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে।
৩৬ দিনের আন্দোলন চুরমার করে দেয় শেখ হাসিনার সব দম্ভ। গত বছরের এই দিনে পতন ঘটে তার স্বৈরশাসনের।
তিনি আরও বলেন, 'বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট। এক বছর আগে এই দিনে জুলাই গণ-অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ।
এ দেশের আপামর বাঙালির আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।'
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো: স্বপন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী মোঃ রিপন দপ্তরী, মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মোঃ আব্দুল মজিদ, রায়হান সরকার, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, তাসলিমা দেওয়ান, ফতুল্লা থানা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অপু , রুপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলি, তারাবো পৌরসভা জাসাসের সভাপতি মোঃ রনি, সদর থানা (জেলা জাসাস) সহ সভাপতি মোঃ সেলিম প্রধান, বক্তাবলি ইউনিয়ন জাসাসের সভাপতি সলিমা মেম্বার, আলিরটেক ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো: বাবুল, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সহ- সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা, বন্দর থানা (নারায়ণগঞ্জ মহানগর) জাসাসের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, গোগনগর ইউনিয়ন জাসাস নেতা ইয়ার হোসেন প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল জ স স র সহ স ৫ আগস ট
এছাড়াও পড়ুন:
তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। তরুণদের দায়িত্ব শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসের সঙ্গে এগিয়ে আসা।
সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সমাজ উন্নয়ন ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়। এতে আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেয় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই অনন্য আয়োজন।