জয়পুরহাটে এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার
Published: 5th, August 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ লাশটি পাওয়া যায়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর এখানে লাশ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে পোড়া লাশ পড়ে আছে। লাশের দুই পাশে পাতা ও লাকড়ির আগুন জ্বলছে।
কলাবাগানের জমিটি আহসান হাবিব নামের এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ নামের এক ব্যক্তি জায়গাটি ভাড়া নিয়ে কলাবাগান করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন।
বিকাশ দেবনাথ বলেন, তিনি রাত আটটার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখেন কলাবাগানের ভেতরে আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে তিনি খবর দেন। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে ওই ব্যক্তির মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল ব গ ন
এছাড়াও পড়ুন:
হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে?
পাকিস্তানি মডেল-অভিনেত্রী হানিয়া আমির। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনি পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে।
ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে নাম জড়ালেন হানিয়া। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে।
আরো পড়ুন:
বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে হানিয়া আমির ও অসীম আজহারকে। সেই মুহূর্তের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূলত, এসব ভিডিও হানিয়া-অসীমের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে। আসীম তার ২৯তম জন্মদিনের আগে ঝাপসা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যেখানে হানিয়ার উপস্থিতি রয়েছে বলে অনেকে মনে করেছেন। এটিকে তাদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ বলে মন্তব্য নেটিজেনদের।
গায়ক অসীমের ২৯তম জন্মদিনের ব্যক্তিগত উদযাপনের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হানিয়া ও আসীমকে একই স্থানে দেখা গেছে, যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি। অন্য একটি ছবিতে দেখা গেছে, তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছেন বলে মনে হচ্ছে।
কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।”
হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হয়েছিলেন হানিয়া আমির। সবকিছু মিলিয়ে নেটেজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।
ঢাকা/শান্ত