জয়পুরহাটে এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার
Published: 5th, August 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ লাশটি পাওয়া যায়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর এখানে লাশ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে পোড়া লাশ পড়ে আছে। লাশের দুই পাশে পাতা ও লাকড়ির আগুন জ্বলছে।
কলাবাগানের জমিটি আহসান হাবিব নামের এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ নামের এক ব্যক্তি জায়গাটি ভাড়া নিয়ে কলাবাগান করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন।
বিকাশ দেবনাথ বলেন, তিনি রাত আটটার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখেন কলাবাগানের ভেতরে আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে তিনি খবর দেন। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে ওই ব্যক্তির মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল ব গ ন
এছাড়াও পড়ুন:
ড্রোন প্রদর্শনীতে তুলে ধরা হলো আওয়ামী লীগ শাসনামলের নানা অপকর্মের চিত্র
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘ড্রোন প্রদর্শনী’র মাধ্যমে আওয়ামী লীগ শাসানমলের নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে প্রদর্শনীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘৩৬ জুলাই উদ্যাপন’ উপলক্ষে ‘Do you Miss me?’ শীর্ষক এই ড্রোন প্রদর্শনী করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রাত ১১টায় করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করে। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রদর্শনীর সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন ‘৩৬ জুলাই উদ্যাপনে’ ড্রোন শো। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবন এলাকায়