খেলার মাঠে অসাধারণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে আমরা সাধারণত ট্রফি, মেডেল কিংবা নগদ অর্থের কথা শুনে অভ্যস্ত। কিন্তু ডেনমার্কের একটি ফুটবল ম্যাচে যা ঘটল, তা যেন চমকে দেওয়ার মতোই ঘটনা। ম্যাচসেরা হয়েছেন, আর হাতে তুলে দেওয়া হলো—একেবারে ৫৫ কেজি আলু!

ডেনমার্কের প্রথম বিভাগের ক্লাব সুন্নরইউস্কের হয়ে খেলতে নেমেছিলেন ফরাসি ডিফেন্ডার মাক্সিম সুলাস। প্রতিপক্ষ নর্সশেল্যান্ডের বিপক্ষে তার দল জয় পায় ৩-২ গোলে। আর ম্যাচের প্রথম গোলটি করেন সুলাস। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পান “ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার। তবে সেটা কোনো ট্রফি নয়, বরং বিশাল এক আলুর বস্তা।

এই অপ্রত্যাশিত পুরস্কারের বোঝা যেন কম হয়। সেই চিন্তায় সঙ্গে উপহার দেওয়া হয় একটি ঠেলাগাড়িও। তবে প্রশ্ন জাগতেই পারে, এত আলু দিয়ে করলেন কী? সুলাস জানিয়েছেন, পুরো আলু ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছেন। আর সেখান থেকে কিছু অংশ পৌঁছে গেছে স্থানীয় একটি স্যুপ কিচেনে। যেখানে অসহায়দের জন্য খাবার তৈরি হয়।

আরো পড়ুন:

অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি

ইউরোপ ছেড়ে এবার আমেরিকার মাঠে ঝলক দেখাতে প্রস্তুত সন

দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়ের থেকে উঠে আসা সুলাস ২০২০ সালে ডেনিশ লিগে পা রাখেন। প্রথমে আমাগের ক্লাবের হয়ে খেলে পরের বছর যোগ দেন সুন্নরইউস্কে। ক্লাবের জনসংযোগ পরিচালক ইয়াকব রাভন জানান, ‘‘পুরস্কারের ধরন নির্ধারণ করে ম্যাচ স্পনসর। আলুর গল্পটা মজার ছিল, কিন্তু এখন সেটাই ভাইরাল। সারা দুনিয়া জানছে আমাদের ম্যাচসেরা কী পেলেন!’’

এমন ব্যতিক্রম ঘটনার নজির অবশ্য এটিই প্রথম নয়। কিছুদিন আগেই নরওয়ের ঘরোয়া লিগে এক ফুটবলার ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছেন— ১০০টি ডিম, ৪০ প্যাকেট ওটস এবং ২০ লিটার দুধ!

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প রস ক র প রথম

এছাড়াও পড়ুন:

চাকসু: ছাত্র অধিকার ও ইসলামী ছাত্র মজলিসের যৌথ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস যৌথভাবে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

গকসু নির্বাচন: জাহিদের প্রচারণায় সবুজের ডাক

রাকসুতে শিবিরের ইশতেহার, ১২ মাসের ২৪ প্রস্তাবনা

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন  শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামজিদ উদ্দিন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ও আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ রুমি এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রোমান রহমান।

প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. সবুজ, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক দেওয়ান আব্দুর, সহ-সম্পাদক সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম সাঈদ, সহ-সম্পাদক শাফিন রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক সানজিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তৌহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক নাজমুস সাদাত, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. নাজমুস সাকিব, সহ-সম্পাদক রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক ইয়াছিন আরাফাত ও পাঠাগার সম্পাদক মো. মারুফ। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. মুজাহিদুল্লাহ, কাজী বেলাল হোসেন, আবিদ হাসান ও সালমান মোহাম্মদ সজিব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ