খেলার মাঠে অসাধারণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে আমরা সাধারণত ট্রফি, মেডেল কিংবা নগদ অর্থের কথা শুনে অভ্যস্ত। কিন্তু ডেনমার্কের একটি ফুটবল ম্যাচে যা ঘটল, তা যেন চমকে দেওয়ার মতোই ঘটনা। ম্যাচসেরা হয়েছেন, আর হাতে তুলে দেওয়া হলো—একেবারে ৫৫ কেজি আলু!

ডেনমার্কের প্রথম বিভাগের ক্লাব সুন্নরইউস্কের হয়ে খেলতে নেমেছিলেন ফরাসি ডিফেন্ডার মাক্সিম সুলাস। প্রতিপক্ষ নর্সশেল্যান্ডের বিপক্ষে তার দল জয় পায় ৩-২ গোলে। আর ম্যাচের প্রথম গোলটি করেন সুলাস। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পান “ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার। তবে সেটা কোনো ট্রফি নয়, বরং বিশাল এক আলুর বস্তা।

এই অপ্রত্যাশিত পুরস্কারের বোঝা যেন কম হয়। সেই চিন্তায় সঙ্গে উপহার দেওয়া হয় একটি ঠেলাগাড়িও। তবে প্রশ্ন জাগতেই পারে, এত আলু দিয়ে করলেন কী? সুলাস জানিয়েছেন, পুরো আলু ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছেন। আর সেখান থেকে কিছু অংশ পৌঁছে গেছে স্থানীয় একটি স্যুপ কিচেনে। যেখানে অসহায়দের জন্য খাবার তৈরি হয়।

আরো পড়ুন:

অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি

ইউরোপ ছেড়ে এবার আমেরিকার মাঠে ঝলক দেখাতে প্রস্তুত সন

দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়ের থেকে উঠে আসা সুলাস ২০২০ সালে ডেনিশ লিগে পা রাখেন। প্রথমে আমাগের ক্লাবের হয়ে খেলে পরের বছর যোগ দেন সুন্নরইউস্কে। ক্লাবের জনসংযোগ পরিচালক ইয়াকব রাভন জানান, ‘‘পুরস্কারের ধরন নির্ধারণ করে ম্যাচ স্পনসর। আলুর গল্পটা মজার ছিল, কিন্তু এখন সেটাই ভাইরাল। সারা দুনিয়া জানছে আমাদের ম্যাচসেরা কী পেলেন!’’

এমন ব্যতিক্রম ঘটনার নজির অবশ্য এটিই প্রথম নয়। কিছুদিন আগেই নরওয়ের ঘরোয়া লিগে এক ফুটবলার ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছেন— ১০০টি ডিম, ৪০ প্যাকেট ওটস এবং ২০ লিটার দুধ!

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প রস ক র প রথম

এছাড়াও পড়ুন:

প্রেমিককে সামনে আনলেন জেনিফার

জেনিফার অ্যানিস্টন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। আবারও প্রেমে পড়েছেন এই তারকা অভিনেত্রী—বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই চর্চা চলছে।

এবার নিজেই সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার অ্যানিস্টন। প্রেমিককে সামনে আনলেন। প্রেমিকের নাম জিম কার্টিস, তিনি পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।
গত রোববার জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা–কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে।

প্রেমিক জিম কার্টিসের সঙ্গে জেনিফার অ্যানিস্টন

সম্পর্কিত নিবন্ধ