ম্যাচসেরার পুরস্কার ঠেলাগাড়িভর্তি ৫৫ কেজি আলু
Published: 6th, August 2025 GMT
ম্যাচসেরার অদ্ভুত সব পুরস্কার দিয়ে এর আগে আলোচনায় এসেছিল নরওয়ের শীর্ষ লিগের দল ব্রাইন। চার ট্রে–ভর্তি ডিম, কয়েক কার্টন দুধ কিংবা ভেড়ার বাচ্চা ম্যাচসেরার পুরস্কার হিসেবে দিয়েছে তারা গত এপ্রিলেও। এবার ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগেও এমন অদ্ভুত কাণ্ড দেখা গেল।
গত রোববার নরশেল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে জেতে সোনারইয়ুস্কা ক্লাব। এ ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে প্রথম গোলটি ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাসের। গোটা ম্যাচেই ভালো খেলা এই ফুটবলার জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ছোট্ট একটি ঠেলাগাড়ি ভর্তি আলু!
ওজনে এই আলুর পরিমাণ প্রায় ৫৫ কেজি। ২৬ বছর বয়সী সউলাস গতকাল নিজেই এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে।
আরও পড়ুনপোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কিংবদন্তি অধিনায়ক কস্তা আর নেই৭ ঘণ্টা আগেতবে এত আলু তো আর একা খাওয়া সম্ভব নয়। সউলাস বলেছেন, ‘আমি আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু আলু আবার চলে গেছে একটি “সুপ কিচেনে” (যেখানে গরিবদের খাবার সরবরাহ করা হয়)।’
সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র্যাভন এ নিয়ে বলেছেন, ‘পুরস্কার কী হবে, সেটা ঠিক করে ম্যাচের স্পনসর। সে (সউলাস) এতে মজা পেয়েছে এবং ঘটনাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’
স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন পুরস্কার নতুন না। নরওয়ের ক্লাব ব্রাইন এফকের কথাই ধরুন, গত মার্চে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল এই ক্লাব।নেদারল্যান্ডসের জং পিএসভি ছেড়ে ২০২০ সালে ডেনমার্কের ক্লাব আমাগেরে যোগ দেন সউলাস। এক বছর পর তিনি ঠিকানা পাল্টে সোনারইয়ুস্কায় যোগ দেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আয়োজকেরা খেলায় নিজেদের স্বকীয়তা যোগ করতে কখনো কখনো এমন অপ্রত্যাশিত পুরস্কার দেন, সেটা যে দামি হতেই হবে, তা নয়।
আরও পড়ুননেইমারের ‘কামব্যাক’ জোড়া গোলে: ব্রাজিল দলে ফিরবেন কবে০৫ আগস্ট ২০২৫তবে স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন পুরস্কার নতুন না। নরওয়ের ক্লাব ব্রাইন এফকের কথাই ধরুন, গত মার্চে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল এই ক্লাব। এরপর এপ্রিলে একই পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ভেড়ার বাচ্চা।
ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডের শৈশবের এই ক্লাবের এমন ব্যতিক্রমী পুরস্কার দেওয়ার কারণও আছে। সেরা খেলোয়াড়কে তারা এমন পুরস্কার দিতে চেয়েছে, যেন সেই খেলোয়াড় তা বাকি জীবন মনে রাখেন। বিশ্ব ফুটবলে আলাদা পরিচয় গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে এমন ব্যতিক্রমী পুরস্কার দিয়েছে তারা। এর পাশাপাশি ব্রাইনের বেশির ভাগ বাসিন্দা যেহেতু কৃষিকাজের সঙ্গে জড়িত, তাই নিজেদের শিকড়ের প্রতি সম্মান দেখাতে ম্যাচসেরার পুরস্কার হিসেবে কৃষিজাত পণ্য দিয়েছে ক্লাবটি। ডেনমার্কের প্রথম বিভাগ লিগও সম্ভবত সে পথে হাঁটছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন রইয় স ক প রস ক র দ ব র ইন ফ টবল
এছাড়াও পড়ুন:
এনসিপিতে যোগ দিলেন জাপা-জাসদের শতাধিক নেতাকর্মী
জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মো. শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
যোগদানকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আদর্শে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খাঁন। এই যোগদান অনুষ্ঠানে এনসিপির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরো বলেন, “ভিন্ন রাজনৈতিক দল হতে এনসিপিতে এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”
ঢাকা/অমরেশ/এস