অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লাওসের সঙ্গে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আজ একমাত্র গোলটি করেছেন মোসাম্মত সাগরিকা।  

ম্যাচের ৩৬ মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন সাগরিকা। শান্তি মার্ডির কর্নারে মাথা ঠুকেই উদ্‌যাপনে মাতেন তিনি।

গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর ৪১ মিনিটে সিনহা জাহান শিখার শট সরাসরি পোস্টে না লাগলে গোলের ব্যবধান বাড়তে পারত। এর আগে ম্যাচের প্রথম ২০ মিনিটে দুই-দুইটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

মাসখানেক আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার ছোটদের পালা।

‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই রচিত হবে আরেক ইতিহাস। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ।

লাওসের সঙ্গে আগে কখনো খেলেনি বাংলাদেশ। সিনিয়র এবং বয়সভিত্তিক মিলিয়ে এটাই প্রথম সাক্ষাৎ। র‍্যাঙ্কিংয়ে লাওস অবশ্য বাংলাদেশ (১২৮) থেকে ২১ ধাপ এগিয়ে ১০৭তম অবস্থানে।

অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইয়ে আগে কখনোই পাস মার্কস তুলতে পারেনি মেয়েরা। মূল পর্বে ওঠা দূরে থাক, বাছাইয়ে এর আগে ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় আছে বাংলাদেশের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

এনসিপিতে যোগ দিলেন জাপা-জাসদের শতাধিক নেতাকর্মী

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মো. শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আদর্শে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 

যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খাঁন। এই যোগদান অনুষ্ঠানে এনসিপির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরো বলেন, “ভিন্ন রাজনৈতিক দল হতে এনসিপিতে এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

ঢাকা/অমরেশ/এস

সম্পর্কিত নিবন্ধ