Risingbd:
2025-10-03@04:01:33 GMT

হঠাৎ মুখ ফুলে যাওয়ার কারণ কী

Published: 9th, August 2025 GMT

হঠাৎ মুখ ফুলে যাওয়ার কারণ কী

মুখ ফুলে যাওয়া মানেই কিডনি রোগ নয়। নানা কারণে মুখ ফুলে যেতে পারে। তবে এই লক্ষণকে একেবারে হালকাভাবে দেখারও কোনো সুযোগ নেই। কারণ মুখ ফুলে যাওয়া কোনো কঠিন রোগের লক্ষণ হতে পারে। এ ছাড়া মুখ ফুলে যাওয়ার সাধারণ কিছু কারণ রয়েছে। 

ব্যাকটেরিয়ার সংক্রমণ
সাধারণ কারণগুলোর একটি হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। মেডিকেল নিউজ টু-ডে এর তথ্য অনুযায়ী, ‘‘ গুরুতর ও দীর্ঘমেয়াদী ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে শরীরের নরম টিস্যুতে ফোলাভাব এবং ফোড়া সৃষ্টি হয়। এই অবস্থা সাধারণত একজন ব্যক্তির মুখ, নাক, গলা, পেট এবং অন্ত্রকে প্রভাবিত করতে পারে।’’

খুব কম বা খুব বেশি ঘুম
অনেক বেশি ঘুমালে যেমন চোখ মুখ ফুলে যেতে পারে তেমনি অনেক কম ঘুমালেও চোখ মুখে ফুলে যেতে পারে। 

আরো পড়ুন:

আজ বিড়াল দিবস

ধীরে চলছে স্বাস্থ্য খাত সংস্কার, সুপারিশ বাস্তবায়নে নেই অগ্রগতি

অ্যালার্জিজনিত সমস্যা
কোনো কোনো সময় অ্যালার্জিজনিত সমস্যার কারণে মুখ ফুলতে পারে। এই কারণে মুখে ফুলে গেলে সঙ্গে লালচে ভাব বা চুলকানিও থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা খাওয়াদাওয়ার কারণে হতে পারে আবার  ওষুধ বা সূর্যের আলো থেকেও হতে পারে।

ব্যথানাশক ওষুধ সেবন
ব্যথানাশক ওষুধ যেমন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবণ করার ফলে মুখে পানি এসে যেতে পারে। সেজন্য মুখ ফুলে গেলে ওষুধ খাওয়ার ইতিহাস পর্যালোচনা করা বেশ জরুরি।

বিশেষ রোগব্যাধি
কিডনির সমস্যা বা কিডনির কার্যকারিতা কমে গেলে মুখে পানি আসতে পারে।  এছাড়া প্রস্রাবের সমস্যা, উচ্চ রক্তচাপ ইত্যাদি জটিলতার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। আবার থাইরয়েড হরমোনের ঘাটতি, ওজন বেড়ে গেলে, কোষ্ঠকাঠিন্য দেখা দিলে কিংবা হৃদ্‌যন্ত্রের রোগ হলেও মুখে পানি আসতে পারে। 

মুখ ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা দেখা দিলে সতর্ক হোন। এবং দ্রুত ডাক্তার দেখান। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ যকর জ বন সমস য

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ