বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা গত ০৯–০৫–২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তবে কোনো প্রার্থী এর আগে প্রেরিত আবেদনের সঙ্গে কোনো তথ্য সংযোজন করতে চাইলে, তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

পদের নাম ও সংখ্যা

১.

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা

২. ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী)
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

৩. ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অস্থায়ী)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

বয়সসীমা

এ বছরের ০৯–০৯–২০২৫ তারিখে আবেদনকারীর বয়স গণনা করা হবে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদের জন্য সর্বনিম্ন বয়স ৩৯ বছর আর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদের জন্য সর্বনিম্ন বয়স ৩৫ বছর।

আরও পড়ুনসমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি থেকে স্নাতকোত্তরে আবেদন২ ঘণ্টা আগে

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ১০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা–১২০৭ ঠিকানায় পাঠাতে পারবেন।

আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫

আবেদন ফি

আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অনুকূলে ২০০/– (দুই শ) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট মূল্যায়ন ফরম বিজেআরআইর ওয়েবসাইট (www.bjri.gov.bd) ও বিএআরসির ওয়েবসাইট (www.barc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে অথবা বিজেআরআইর সংস্থাপন শাখা থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ তারিখ

৯ সেপ্টেম্বর ২০২৫।

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আর একটি নিয়োগ, ৫ পদে নেবে ১৫৪ জন৭ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ব জ ঞ ন ক কর মকর ত র জন য

এছাড়াও পড়ুন:

মেহেরপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, এসএসসিতে জিপিএ ৪.৮০ প্রয়োজন

মেহেরপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২৫-২৬ অর্থবছরে এ জেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা—
১. আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. আবেদনকারী ছাত্রছাত্রীকে ২০২৪ ও ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৮০ থাকতে হবে।

শিক্ষাবৃত্তির আবেদন—
১. আবেদনপত্রের নমুনা ফরম ওয়েবসাইট অথবা জেলা পরিষদ, মেহেরপুরের কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।
২. নির্ধারিত ফরমে আবেদনপত্র ১২ অক্টোবর ২০২৫ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে জেলা পরিষদ, মেহেরপুরের কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩. আবেদনপত্রের নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
৪. অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬: তিন বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন২৩ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের সঙ্গে যা লাগবে—
১. আবেদনপত্রের সঙ্গে মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ ও প্রত্যয়নপত্র, নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়বিষয়ক প্রত্যয়নপত্র (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত) অবশ্যই সংযুক্ত করতে হবে।
২.  আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।
# আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫ ।
*বিস্তারিত তথ্য  জানতে ওয়েবসাইট

আরও পড়ুনলন্ডন স্কুল অব ইকোনমিকসে ফ্রি অনলাইন কোর্স, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুযোগ ২৩ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনদক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ প্রোগ্রাম, বৃত্তি ৩০০টি৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আবেদনপত্রগুলো ‘অনেকটাই অস্পষ্ট’, বলছে প্রশাসন
  • মেহেরপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, এসএসসিতে জিপিএ ৪.৮০ প্রয়োজন
  • ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগের জবাব দিল প্রশাসনের
  • জকসুর নীতিমালায় পরিবর্তন চায় ছাত্রদল
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডি পদে চাকরি, নবম গ্রেডে নেবে ২৫ জন