প্যালেস ২ (৩): (২) ২ লিভারপুল

কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী ম্যাচটা নির্ধারিত সময়েই জিততে পারত লিভারপুল। দুইবার এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্রিস্টাল প্যালেস। পিছিয়ে পড়া ম্যাচটি তারা শেষ করে ২-২ গোলের সমতায়।

কমিউনিটি শিল্ডের নিয়মে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ চলে যায় সরাসরি টাইব্রেকারে। আর পেনাল্টি শুটআউটেই বাজিমাত করে এফএ কাপ চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে জিতে নিয়েছে নিজেদের ইতিহাসে প্রথম কমিউনিটি শিল্ড। পেনাল্টি শুটআউটে লিভারপুলের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছে মোহাম্মাদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হার্ভি এলিয়ট। দুটি শট ঠেকিয়েছেন প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন।

শিরোপা না জিতলেও এই ম্যাচ দিয়ে দলে আসা নতুন তারকাদের বাজিয়ে দেখল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লিভারপুলের হয়ে দুটি গোলই করেছেন দলে আসা দুই নতুন তারকা উগো একিতিকে ও জেরেমি ফ্রিমপং। প্রথম গোলে সহায়তা করেছেন আরেক নতুন ফ্লোরিয়ান ভির্টৎস।  

আরও পড়ুনটাকার বস্তা খুলেছে লিভারপুল, খরচ এ পর্যন্ত প্রায় ৫ হাজার কোটি টাকা২৫ জুলাই ২০২৫

এদিন ম্যাচের শুরুতেই স্মরণ করা হয় সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রেকে। আর ম্যাচে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা লিভারপুলের এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৪ মিনিট। লিভারপুলের এই গোলটি এসেছে দলের দুই নতুন রিক্রুট ভির্টৎস ও একিতিকের দারুণ বোঝাপড়ায়।
বাঁ প্রান্ত দিয়ে গড়া এক আক্রমণে বল দেওয়া নেওয়া করেন ভির্টৎস ও একিতিকে।

পেনাল্টি মিস করেছেন সালাহ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ