সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় ১ আসামির দোষ স্বীকার
Published: 11th, August 2025 GMT
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় রিমান্ডে থাকা সাত আসামির মধ্যে একজন নিজের দোষ স্বীকার করেছেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের রিমান্ড শেষে গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালতে নেওয়া হলে ওই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দোষ স্বীকারোক্তি দেওয়া আসামি মো. শাহজালাল (৩২) কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ও র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজনকে আগেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এছাড়া বাকি সাতজনকে আদালত দুইদিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাদের গাজীপুর গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারে আদালতে তোলা হয়। এ সময়ে আসামি শাহজালাল হত্যার সঙ্গে জড়িত এবং নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, সাতজন আসামির মধ্যে শাহাজালাল আদালতে হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘হানিট্র্যাপ’ চক্রের কবলে পড়ে খুন হন আজকের পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এ ঘটনায় বাসন থানার দুই মামলায় আটজন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা/রেজাউল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব দ ক আস দ জ জ ম ন ত হ ন
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ