এশিয়া কাপে ভারতের স্কোয়াড: কে থাকতে পারেন, বাদ পড়বেন কারা
Published: 12th, August 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে খেলতে পারেন দেশটির তারকা পেসার যশপ্রীত বুমরা। সে জন্য আগামী ২ অক্টোবর থেকে আহমেদাবাদে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্রাম পেতে পারেন বুমরা।
আরও পড়ুনধোনির ১০০ কোটি রুপি মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ আদালতের২ ঘণ্টা আগেঅজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ১৯ ও ২০ আগস্টের মধ্যে এশিয়া কাপে ভারতের স্কোয়াড চূড়ান্ত করতে পারে। তবে সেটা নির্ভর করছে ভারতের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ক্রীড়াবিজ্ঞান দল কবে খেলোয়াড়দের মেডিকেল প্রতিবেদন পাঠাবে, তার ওপর। সূর্যকুমার যাদব এরই মধ্যে চোট থেকে সেরে ওঠে বেঙ্গালুরুতে নেটে ব্যাটিং শুরু করেছেন।
স্কোয়াড নির্বাচন নিয়ে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইয়ের নির্বাচক কমিটিকে। তবে গত বছর জুলাইয়ে সূর্যকুমার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর ভারত এই সংস্করণে যেভাবে সাফল্য পেয়েছে, স্কোয়াড নির্বাচনে নির্বাচকদের সেই ধারাবাহিকতা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে পিটিআই।
গিল ও জয়সোয়ালের স্কোয়াডে জায়গা পাওয়া অনিশ্চিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ