অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রোগের হুমকির মুখে গাজা
Published: 13th, August 2025 GMT
বিধ্বস্ত অঞ্চলজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রোগ ছড়িয়ে পড়ায় গাজা একটি নতুন হুমকির মুখোমুখি হচ্ছে। নতুন একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, ২২ মাসের যুদ্ধে চিকিৎসা সরবরাহের অভাব রয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে, অন্যদিকে অপুষ্টির কারণে অনেকে দুর্বল হয়ে পড়েছে, তাই ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার উচ্চ মাত্রার অর্থ দীর্ঘ এবং আরো গুরুতর অসুস্থতা, সংক্রামক রোগের দ্রুত সংক্রমণ ও আরো মৃত্যুর কারণ হবে।
মঙ্গলবার ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে প্রকাশিত ফলাফলগুলো ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় ওষুধপ্রতিরোধী ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের ইঙ্গিত দিয়েছে।
মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের মহামারীবিদ্যা উপদেষ্টা এবং গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার সহ-লেখক ক্রিস্টেল মুসালি বলেছেন, “এর অর্থ হবে দীর্ঘস্থায়ী এবং আরো গুরুতর অসুস্থতা ও অন্যদের মধ্যে সংক্রমণের উচ্চ ঝুঁকি। এর অর্থ হল সাধারণ সংক্রমণ থেকে মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি। এর অর্থ হল আরো অঙ্গচ্ছেদ। এটি একটি ভয়াবহ চিত্র।”
গবেষণাটি আল-আহলি হাসপাতালের এক হাজার ৩০০ এর বেশি নমুনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেখানে গত বছরের ১০ মাস ধরে রোগীদের কাছ থেকে নেওয়া নমুনার দুই-তৃতীয়াংশে বহু ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা গেছে।
গবেষণার অন্যতম লেখক বিলাল ইরফান ফলাফলগুলোকে ‘বিশেষভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন।
হার্ভার্ডের ব্রিগহাম ও নারী হাসপাতাল এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনাকারী জৈব নীতিবিদ ইরফান বলেন, “প্রায় সব ল্যাবরেটরি ধ্বংস এবং বিপুল সংখ্যক চিকিৎসা কর্মী নিহত হওয়ার কারণে আমরা প্রকৃত মাত্রাও জানি না, তাই গাজায় কী ঘটছে সে সম্পর্কে একটি ছোট অন্তর্দৃষ্টি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
২০০৭ সালে হামাস যখন নিয়ন্ত্রণ দখল করে, তখন থেকে বারবার সংঘাত এবং ইসরায়েলি অবরোধের ফলে গাজা কয়েক দশক ধরে উচ্চ মাত্রার বহু ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার শিকার হচ্ছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপট নজিরবিহীন। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা কেবল ধ্বংস হয়ে যায়নি, স্যানিটেশন ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে, আবর্জনা ও কঠিন বর্জ্য নিষ্কাশন প্রায় বন্ধ হয়ে গেছে এবং ২৩ লাখ জনসংখ্যার মধ্যে ক্ষুধা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে আরো অনেকে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক রমণ র অর থ
এছাড়াও পড়ুন:
রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
দুর্নীতির দমন কমিশনের (দুদক) করা এই তিন মামলায় আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি)। তিনি দেশটির সাবেক ‘সিটি মিনিস্টার’। তিনি এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি।
এর আগে গত ১১ আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের অপর তিন মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক ছয় মামলায় শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। এর মধ্যে তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন। বাকি তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম।
আরও পড়ুনপ্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু১১ আগস্ট ২০২৫মামলায় শেখ হাসিনা পরিবারের বাইরে যে ১৬ জন অভিযুক্ত হয়েছেন, তাঁরা হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্তের তৎকালীন সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার।
আরও পড়ুনটিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে১১ ঘণ্টা আগেদুদকের পিপি খান মো. মইনুল হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, রাজউকের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ঢাকায় যাঁদের প্লট-গাড়ি-বাড়ি কিছুই নেই, তাঁরা মূলত সংস্থার প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনার পরিবার রাজউকের কাছে মিথ্যা হলফনামা দেয়। সেখানে উল্লেখ করা হয়, তাঁদের ঢাকা শহরে জমি-বাড়ি কোনো কিছুই নেই। কিন্তু দুদকের অনুসন্ধান ও তদন্তে বেরিয়ে এসেছে, শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যের নামে বাড়ি-জমি-গাড়ি সবই আছে। ক্ষমতার অপব্যবহার করে তাঁরা রাজউকের ৬০ কাঠার প্লট নিয়েছেন, যা অপরাধ। অপরাধজনক বিশ্বাস ভঙ্গসহ অন্যান্য অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
আরও পড়ুনশেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ২৩ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ০১ জুলাই ২০২৫দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম সম্প্রতি প্রথম আলোকে বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ছয় মামলায় শেখ হাসিনাসহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে মামলাগুলো বিচারের জন্য দুটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: দুদক চেয়ারম্যানআমাকে হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে: টিউলিপটিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতের বিষয়, তাঁর সঙ্গে সাক্ষাৎ নয়: মুহাম্মদ ইউনূস