অভিনেত্রী বাসন্তীকে ‘মুক্তি দিল’ মৃত্যু
Published: 13th, August 2025 GMT
ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সর্বশেষ ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে কাজ করেন বাসন্তী। এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ছিলেন ভাস্বর চ্যাটার্জি। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “মঙ্গলবার রাত ১০টা নাগাদ উনার মৃত্যুর খবর পাই। আমি শুটিং সেটে থাকাকালীন খবরটা পাই।”
দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত ছিলেন বাসন্তী চ্যাটার্জি। গত বছর তার বুকে পেসমেকার বসানো হয়। চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙেন এই বর্ষীয়ান অভিনেত্রীর। তখন চিকিৎসকরা জানান, অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। ফলে প্রতি মাসে ২০ হাজার রুপি ব্যয় ঔষুধের জন্য। তার মধ্যে পাঁজরের হাড় ভেঙে নতুন সংকট তৈরি হয়েছে।
আরো পড়ুন:
‘রাজের বুকের বাঁ দিকটা চিনচিন-ঝিনঝিন কোনোটাই করে না’
এক মঞ্চে দুই প্রাক্তন: রুক্মিণী-রাজকে নিয়ে নোংরা মন্তব্য, মুখ খুললেন দেব
বাসন্তী চ্যাটার্জির এক ছেলে এক মেয়ে। সবাই যার যার সংসার নিয়েই ব্যস্ত। বাসন্তী চ্যাটার্জিও আলাদা বাড়িতে একাই বসবাস করতেন। গত বছর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ছেলে-মেয়ে নন, তাকে ভর্তি করেছিলেন গাড়ি চালক। মাত্র একদিন ছেলে-মেয়েরা তাকে দেখতে গিয়েছিলেন। পরে হাসপাতালের বিল পরিশোধ করেন গাড়ি চালক মলয় চাকির।
ওই সময় থেকে নিজের ছেলের মতো বাসন্তী চ্যাটার্জিকে আগলে রাখেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। এ অভিনেতা বলেন, “মনটা খুব ভারী। তবে আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। কারণ শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা।”
আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন। ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন তিনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।
এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।