শেষ ৩ বলে ৫ নাকি ১ বলে ৫—ব্যাটসম্যানের জন্য কোন সমীকরণ মেলানো কঠিন? বলতে পারেন এটা কোনো প্রশ্ন হলো! ১ বলে ৫ রানের সমীকরণ মেলানোই নিঃসন্দেহে কঠিন। কাল ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এ এই কঠিন সমীকরণটাই মিলিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক।

অথচ তাঁর সামনে ৩ বলে ৫ রানের সমীকরণও ছিল। কিন্তু টানা দুই বল ব্যাটে লাগাতে না পারার পর ইনিংসের শেষ বলে ছক্কা মেরে নর্দার্ন সুপারচার্জার্সকে জিতিয়েছেন ক্লার্ক।

সাউদাম্পটনে টসে হেরে ব্যাটিং করতে নেমে সাউদার্ন ব্রেভ তুলেছিল ১০০ বলে ১৩৯ রান। এই রান ৭ উইকেট হারিয়ে তাড়া করে নর্দার্ন সুপারচার্জার্স। এটি সাউদার্ন ব্রেভের এবারের আসরে প্রথম হার। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছিল দলটি। নর্দার্ন সুপারচার্জার্সের এবারের আসরে এটি দ্বিতীয় জয়।

এমনিতে টপ অর্ডারে ব্যাটিং করেন ক্লার্ক। সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে টপ অর্ডারে খেলেই ৪৩১ রান করেন, পেয়েছিলেন একটি সেঞ্চুরিও। তবে হানড্রেডে তিনি যে দলটিতে খেলছেন, সেখানে ওপেনিংয়ে আছেন জ্যাক ক্রলি ও ডেভিড ম্যালান।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া দলে তিন চোট, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন সবাই১ ঘণ্টা আগে

সে জন্যই এই দলে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মিডল অর্ডারে, ৬ নম্বরে নেমে ম্যাচ শেষ করার দায়িত্বটা তাঁর। কাল ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন ক্লার্ক। নর্দার্ন সুপারচার্জার্সের অবশ্য আরও সহজেই জেতার কথা ছিল।

কারণ, শেষ ১০ বলে তাদের দরকার ছিল ১১ রান। কিন্তু জফরা আর্চারের করা ইনিংসের ১৯তম ওভারে রান আসে মাত্র ১, উইকেট পড়ে ২টি। তাতে শেষ ওভারে ১০ রানের সমীকরণে এসে দাঁড়ায় সুপারচার্জার্স।

শেষ ওভারে প্রথম ২ বল থেকেই ৫ রান তুলে ফেলেন আদিল রশিদ ও ক্লার্ক। টাইমাল মিলসের করা সেই ওভারের পরের দুই বলে কোনো রান নিতে পারেননি ক্লার্ক। এরপর (হানড্রেডে ৫ বলে ওভার) শেষ বলে ক্লার্ক কী করেছেন সেটা তো সবার জানা।

মিডল অর্ডারে খেলার কারণে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন ক্লার্ক। ম্যাচ জয়ের পর ক্লার্ক বলেছেন, ‘মিডল অর্ডারে এর আগে কখনোই ব্যাটিং করিনি। কয়েক দিন ধরে নিল ম্যাকেঞ্জির (ব্যাটিং কোচ) সঙ্গে বসে নিজের পাওয়ার হিটিং উন্নত করার চেষ্টা করেছি।’

আরও পড়ুন‘অনেক দুষ্টু কিন্তু’—মোস্তাফিজের গোপন খবর তাসকিনের মুখে১৩ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অর ড র

এছাড়াও পড়ুন:

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার যমুনা সেতুর মুখে মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এবার যমুনা সেতুর মুখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত তাঁরা যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ২১টি জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা। এক ঘণ্টা পর বেলা একটার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

চলমান আন্দোলনের অংশ হিসেবে এর আগে গতকাল বুধবার সকাল ৯টা থেকে ছয় ঘণ্টা উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। গতকাল বেলা তিনটার দিকে আজকের যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়ে তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে ডিপিপি অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েক দিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে পথনাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়। এরপরও সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও রোববার মহাসড়ক অবরোধ করা হয়। গতকাল রেলপথ অবরোধের পর আজ যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ করা হয়।

আজ দুপুরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা অবরোধ করে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভে এক শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায়।

আজ দুপুরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় এক শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায়

সম্পর্কিত নিবন্ধ