আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে একাধিকবার পালিয়ে যাওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে। তার সঙ্গে দুই সহযোগী গ্রেপ্তার হয়েছে। এ সময় আগ্নয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

সাভার ক্যাম্পের র‍্যাব-৪-এর সিপিসি-২ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া ও সাভার এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, সাভারের রাজিব হোসেন (৩৮), ধামরাইয়ের আল-আমিন (৩৮) এবং আশুলিয়ার জুয়েল মিয়া (৪৫)। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব প্রথমে সাভার থানার বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আল-আমিনকে এবং দেওয়নবাড়ী এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রামে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে ধরা হয়। রাজিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করে পালানো আল-আমিন গ্রেপ্তার

মাদারীপুরে অস্ত্রসহ ‘কোপা সামচু’ গ্রেপ্তার

র‍্যাব জানায়, এর আগে আল-আমিনকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে পালিয়ে যান। 

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা সন্ত্রাসী চক্রের সদস্য বলে জানা গেছে। তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহনে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/আরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিস্তানে আওয়ামী লীগ প্রধান কার্যালয় ও ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ানো হয়েছে পুলিশের অবস্থান।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ১৫ আগস্টের কার্যক্রমকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো চেষ্টা সহ্য করা হবে না। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এই দিনে কেউ যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা উস্কানিমূলক পোস্ট দেওয়া ব্যক্তিদের ওপর কড়া নজর রাখছে ডিএমপির সাইবার ইউনিট।

আরো পড়ুন:

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

এএসআই’র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ 

এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও (ডিবি) মাঠে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি (চেকপোস্ট)। সন্দেহভাজন যেকোনো ব্যক্তি বা যানবাহনকে তল্লাশি করা হচ্ছে।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের জমায়েত বা মিছিল থেকে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সার্বিকভাবে, ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ

  • হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজন সেনাবাহিনীর হাতে আটক
  • ১৫ আগ‌স্টে টুঙ্গিপাড়ায় নেই আয়োজন, নিরাপত্তা জোরদার
  • ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
  • আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করে পালানো আল-আমিন গ্রেপ্তার
  • না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এনসিপি নেতার এ বক্তব্য কেন?
  • এক বছরে বিজিবির অভিযানে জব্দ হাজার কোটি টাকার মাদক