ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
Published: 16th, August 2025 GMT
কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে করে ৭ উইকেটে ১৭২ রান। ওই রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ভুগেছে অস্ট্রেলিয়া। তবে গ্লেন ম্যাক্সওয়েল তাদের লড়াইয়েও রেখেছিল।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। পেসার কোরবিন বোস ১৯তম ওভারে কোনো রান তো দেন-ই নি উল্টো আদায় করে নেন ২ উইকেট। ২ রান যোগ হয় লেগবাই থেকে। ক্রিজের অপরপ্রান্তে সব চেয়ে চেয়ে দেখেছেন ম্যাক্সওয়েল। তখন তার রান ৩১ বলে ৫২।
শেষ ওভারে বোলিংয়ে লুঙ্গি এনগিডি। ৬ বলে প্রয়োজন ১০ রান। প্রবল চাপে থাকা ম্যাক্সওয়েল নিজের স্নায়ু স্থির রাখলেন। হিসেবে কষে খেললেন এনগিডির বল। তাতে সফলও হলেন। প্রথম বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে নেন ২ রান। পরের বল কাভার সুইপার দিয়ে চার। তৃতীয় ও চতুর্থ বল ডট। সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি।
নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। ১টি বাউন্ডারি হলেও হয়ে যাবে। পঞ্চম বলে তেমন কিছুই হলো। এনগিডির ফুলটস বল রিভার্স সুইপ করে ৪ রান পেয়ে যান ম্যাক্সওয়েল। যে ম্যাচটা অস্ট্রেলিয়ায় হারের শঙ্কায় ভুগছিল সেই ম্যাচটা তারা জিতে যায় ১ বল আগে, ২ উইকেট হাতে রেখে।
জয়ের নায়ক ম্যাক্সওয়েল ৩৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এই জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের হয়ে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন মিচেল মার্শ। ৩৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৪ রান করেন মার্শ। কিন্তু তার ফেরার পর ইনিংসের মধ্যভাগে কেউ হাল ধরতে পারেননি। শেষ দিকে বাকিদের ব্যর্থতা আড়াল করে দেন ম্যাক্সওয়েল।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ডেয়াল্ড ব্রেভিস। ২৬ বলে ১ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান ব্রেভিস। ৩৮ রান করেন রাইসি ভন ডার ডুসেন। ট্রিটাস স্টাবস ২৫ ও ২৪ রান করেন ড্রি প্রিটোরিয়াস।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল। সিরিজ সেরা টিম ডেভিড।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক সওয় ল র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ