জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ (তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ বাদে) আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।

আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর মো.

মিজানুল ইসলাম এই তথ্য জানান।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন আসামি। তাঁদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এরই মধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে তিনি এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী হিসেবে পরিচিত) হয়েছেন। মামলার অন্য দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক।

এই মামলায় আজ বেলা দেড়টা পর্যন্ত তিনজনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাঁরা হলেন আব্দুস সামাদ, মো. মিজান মিয়া ও নাইম শিকদার। এ নিয়ে এই মামলায় মোট আট সাক্ষী সাক্ষ্য দিলেন।

কবে নাগাদ এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে, এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ম্যাটেরিয়াল উইটনেস (ঘটনার সাক্ষী)...আগামী মাসের (সেপ্টেম্বর) মধ্যে এই মামলায় শেষ করতে পারব।...আইও (তদন্ত কর্মকর্তা) বাদে। অথবা পরের মাসে (অক্টোবর) প্রথম সপ্তাহে যেতেও পারে।’

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, এই মামলায় মাহমুদুর রহমান (আমার দেশ পত্রিকার সম্পাদক), নাহিদ ইসলাম (জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক) ও বদরুদ্দীন উমর (লেখক–গবেষক ও বামপন্থী রাজনীতিক) কবে সাক্ষী দেবেন?

জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘ওনাদের সঙ্গে আলোচনা করব, ওনারা কবে আসতে পারবেন, সেভাবে আমরা করব।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র স ক ষ য গ রহণ ইসল ম

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ