অস্ট্রেলিয়ায় ‘এ’ দলে ৭ টেস্ট ক্রিকেটার
Published: 17th, August 2025 GMT
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। চারদিনের সেই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়া।
একমাত্র চার দিনের ম্যাচের জন্য রোববার (১৭ আগস্ট) অভিজ্ঞ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ৭ ক্রিকেটারের। দলটিকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো মাহিদুল ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন।
গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। ওই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। টি-টোয়েন্টি সিরিজে তার জায়গা হলেও চারদিনের ম্যাচে রাখা হয়নি। জাতীয় দলের হয়ে এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা রয়েছে সোহানের।
আরো পড়ুন:
উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা
ঘাটতির জায়গা স্পষ্ট দেখালেন ক্যালি
মাহিদুলের সঙ্গে এই দলে টেস্ট ক্রিকেটাররা হলেন— সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান ও হাসান মাহমুদ। এছাড়া বিভিন্ন সময় স্কোয়াডে ডাক পাওয়া রিপন মন্ডল, হাসান মুরাদ ও মুশফিক হাসানরাও রয়েছেন। ২৮ আগস্ট ম্যাচটি শুরু হবে ডারউইনে।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরী, রকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক ও হাসান মাহমুদ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি